প্রাইভেটকারে অটোরিকশার ধাক্কা, গুলি ছুঁড়লেন যুবক
Published: 29th, June 2025 GMT
মুন্সীগঞ্জে প্রাইভেটকারে অটোরিকশা ধাক্কা দেওয়ার জেরে গুলিবর্ষণের ঘটনা উঠেছে। রবিবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার রামপাল কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকারে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা সাব্বির হোসেন দীপু নামের এক যুবক গাড়ি থেকে নেমে আসেন এবং অটোচালকের দিকে রিভলবার তাক করান।
ঘটনাস্থলের পাশেই এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন এবং দীপুকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় দীপু এলোপাথাড়িভাবে ৪ রাউন্ড গুলি বর্ষণ করেন। এতে কেউ গুলিবিদ্ধ হননি। তবে, ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরো পড়ুন:
মুরাদনগরে ধর্ষণ: হঠাৎ কেন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুক্তভোগীর
ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির বলেন, ‘‘ঘটনার পরপরই পুলিশ দীপুকে আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা ও তার সঙ্গে থাকা অবৈধ রিভলবারটি জব্দ করা হয়েছে।’’
আটক সাব্বির হোসেন দীপু জেলার টংগিবাড়ী উপজেলার বেতকা ছটফটিয়া গ্রামের আবুল কালামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপু পুলিশকে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে বোনের বাড়ি আলদি যাচ্ছিলেন। এই ঘটনায় জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুন্সীগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘‘গুলিবর্ষণের ঘটনায় দীপুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পূর্বে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনার সময় তার সঙ্গে আরো দুজন ছিলেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া হাজীবাড়ী গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবস উপলক্ষে কাঙালিভোজের আয়োজনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাতুল (২৪) নয়াপাড়া হাজীবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়লের সঙ্গে রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানান। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা ছিল।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, বিশাল আয়োজন করে রাতুল নামের এক ছাত্রলীগ কর্মীর বাড়িতে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, রাতুল ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর নামে একটি মামলা ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খিচুড়ি রান্নার বিষয়টি তিনি জানেন না।