সামাাজিক যোগাযোগমাধ্যমে আবারো প্রকাশ্যে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব। ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে। 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জেতাতে প্রায় ২০ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। হাউসে প্রবেশের পর ট্রাম্প তার প্রশাসনে মাস্ককে যুক্ত করে নেন। সরকারি ব্যয়ে কাটছাঁট করতে গঠন করা হয় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)। এই বিভাগের দায়িত্ব পান মাস্ক। মাস্কের নেতৃত্বাধীন ডিওজিই ফেডারেল সরকারের হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে। বন্ধ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও মাস্কের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ডিওজিই-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাস্ক। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের বাজেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছিলেন মাস্ক।

মঙ্গলবার ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, ডিওজিইকে মাস্কের প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপের জন্য ব্যবহার করা যেতে পারে।

ট্রাম্প লিখেছেন, “ইলন হয়তো এখনো পর্যন্ত ইতিহাসে যেকোনো মানুষের চেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন। হয়তো আমাদের উচিত ডজ- কে একটু ভালোভাবে শক্তভাবে ব্যবহার করা। অনেক অর্থ সাশ্রয় হতে পারে।”

প্রযুক্তি বিলিয়নিয়ার উত্তরে লিখেছেন, “আমি আক্ষরিক অর্থেই বলছি সব কর্তন করুন। এখনই।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক জয়ে রাঙাতে পারেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে নিজে ২ উইকেট নিলেও দুবাই ক‌্যাপিটালস জিততে পারেনি। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের পেসারের। 

নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম‌্যাচে বড় জয় পেয়েছে তারা। রোববার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব‌্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক‌্যাপিটালস। 

আগে ব‌্যাটিং করে দুবাই ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আসরের প্রথম জয়ের সঙ্গে কিছু রান রেটও বাড়িয়ে নিতে পেরেছে দুবাই। 

যা সম্ভব হয়েছে মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে। বাঁহাতি পেসার জয় পাওয়া ম‌্যাচেও পেয়েছেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাওয়ার প্লে’তে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান মোস্তাফিজ। এরপর আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান ফিল সল্টের উইকেট নেন। সল্টের ব‌্যাটেই দুই চার ও এক ছক্কা হজম করেন তিনি। পরে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা তিনিই হাসেন। 

দুবাইয়ের সেরা বোলার ছিলেন ওয়াকার সালামখেইল। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। তবে তাদের জয়ের নায়ক রোভমান পাওয়েল। প্রথম ইনিংসে তার ঝড়ো ব‌্যাটিংয়েই দল জিতেছে। ৫২ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার। ৮ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ