সামাাজিক যোগাযোগমাধ্যমে আবারো প্রকাশ্যে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব। ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে। 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জেতাতে প্রায় ২০ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। হাউসে প্রবেশের পর ট্রাম্প তার প্রশাসনে মাস্ককে যুক্ত করে নেন। সরকারি ব্যয়ে কাটছাঁট করতে গঠন করা হয় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)। এই বিভাগের দায়িত্ব পান মাস্ক। মাস্কের নেতৃত্বাধীন ডিওজিই ফেডারেল সরকারের হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে। বন্ধ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও মাস্কের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ডিওজিই-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাস্ক। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের বাজেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছিলেন মাস্ক।

মঙ্গলবার ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, ডিওজিইকে মাস্কের প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপের জন্য ব্যবহার করা যেতে পারে।

ট্রাম্প লিখেছেন, “ইলন হয়তো এখনো পর্যন্ত ইতিহাসে যেকোনো মানুষের চেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন। হয়তো আমাদের উচিত ডজ- কে একটু ভালোভাবে শক্তভাবে ব্যবহার করা। অনেক অর্থ সাশ্রয় হতে পারে।”

প্রযুক্তি বিলিয়নিয়ার উত্তরে লিখেছেন, “আমি আক্ষরিক অর্থেই বলছি সব কর্তন করুন। এখনই।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ