৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে প্রায় ২০ জন শিক্ষার্থী রেললাইনের ওপর বসে আছেন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অল্প কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিলেন। ফলে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

এর আগে শনিবারও একই দাবিতে তারা রেললাইন অবরোধ করেন। শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রবিবার দুপুরে রাবি-সংলগ্ন স্টেশন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা রেলপথেই অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যায় যোগাযোগ করা হলে আন্দোলনকারীদের একজন ইসলামী ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম দাবি করেন, তারা প্রকৃতপক্ষে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের কারণে দুপুর আড়াইটার কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ছাড়তে পারেনি সাড়ে ৩টার টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ৪টার পদ্মা এক্সপ্রেস এবং ৫টা ২০ মিনিটের ঢালারচর এক্সপ্রেস। ঢাকা থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেসও আটকে আছে হরিয়ান স্টেশনে।

সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের যাত্রী আরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই কয়জন ছাত্রের জন্য এভাবে হাজার হাজার মানুষের দুর্ভোগ মেনে নেওয়া যায় না। দেশে কোনো শৃঙ্খলা নেই। যার যা খুশি তাই চলছে।”

স্টেশনের মাস্টার জাহিদ হাসান জানিয়েছেন, প্রতিটি ট্রেনে কমপক্ষে ৮০০ জন যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন। কখন ট্রেন ছাড়বে তারা নিশ্চিত নন। তাই, টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অনেকেই টাকা নিয়ে বিকল্প পথে রওনা হচ্ছেন, আবার কেউ অপেক্ষায় আছেন। আগের দিনও একই পরিস্থিতিতে শতাধিক যাত্রীকে টাকা ফেরত দেওয়া হয়েছিল। পরে রাত সাড়ে ১০টার পর আটকে থাকা ট্রেনগুলো একে একে ছেড়ে যায়।

ইসলামী ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেছেন, “আমরা কখনোই চাই না, জনগণের ভোগান্তি হোক। কিন্তু, দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পিএসসি একরোখা অবস্থানে আছে। গতকাল উপাচার্য ও রেলওয়ে কর্মকর্তারা আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু, আজও কোনো ইতিবাচক উত্তর না পাওয়ায় আমাদের আন্দোলনে নামতে হয়েছে।”

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের সিন্ধু প্রদেশ একদিন ভারতের অংশ হবে: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সিন্ধু অঞ্চল আজ ভারতের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এমনকি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে। শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

সিন্ধু নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশ ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন। 

রাজনাথ সিং জানিয়েছেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদভানির প্রজন্মের মানুষ, ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্ন হওয়াকে কখনোই মেনে নেননি।

তিনি বলেন, “আমি এটাও বলতে চাই যে, লালকৃষ্ণ আদভানি তার এক বইয়ে লিখেছেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের লোকজন, এখনো সিন্ধু বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি।”

তিনি আরো বলেন, “শুধু সিন্ধুই নয়, সমগ্র ভারতে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন। সিন্ধুর বহু মুসলমানও বিশ্বাস করতেন, সিন্ধুর পানি মক্কার আব-ই-জমজমের মতোই পবিত্র। এটি আদভানি সাহেবের উক্তি।”

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজ সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ হয়ে থাকবে। আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে, সীমান্ত পরিবর্তন হতে পারে। কে জানে, আগামী দিনে সিন্ধু আবার ভারতেই ফিরে আসতে পারে। আমাদের সিন্ধি জনগণ, যারা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন, যেখানেই থাকুন না কেন; তারা সবসময় আমাদেরই মানুষ, আমাদেরই অংশ।”

রাজনাথ সিং জানান, আগ্রাসী কোনো পদক্ষেপ ছাড়াই ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মির (পিওকে) ফিরে পাবে বলে তিনি মনে করেন। কারণ কাশ্মিরের মানুষ নিজেরাই দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলছেন।

তিনি বলেন, “পাক-অধিকৃত কাশ্মির নিজ থেকেই আমাদের অংশ হবে। সেখানে ইতোমধ্যে এই দাবি তোলা শুরু হয়েছে, স্লোগান আপনারা নিশ্চয় শুনেছেন।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ