প্রিয় জোতা,

খুব তাড়াতাড়িই কি সবকিছু হয়ে যাচ্ছিল না! প্রিমিয়ার লিগ জেতা, উয়েফা নেশনস লিগ জেতা কিংবা শৈশবের প্রেমিকার সঙ্গে বিয়ে। কোথাও যাওয়ার যেন খুব তাড়া ছিল তোমার। ফুটবলার কিংবা মানুষ হিসেবে মোটেই অস্থির স্বভাবের ছিলে না। শান্ত ও ঠান্ডা মেজাজের তোমাকে মাঠে নেমেও কখনো তাড়াহুড়া করতে দেখা যায়নি।

চোট ভুগিয়েছে, প্রতিভা ও যোগ্যতা থাকার পরও দিনের পর দিন বেঞ্চে কাটাতে হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে জাতীয় দলেও বেঞ্চকে করে নিতে হয়েছিল সঙ্গী। কিন্তু কোনো কিছুই লক্ষ্যচ্যুত করতে পারেনি তোমাকে। শান্ত ও স্নিগ্ধ যে হৃদয় তোমাকে গড়ে দিয়েছিল পোর্তোর মাসারেলস (জন্মশহর), সেটা কখনোই তুমি হারিয়ে যেতে দাওনি। যেন কোনো এক সন্তের কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছিলে। ফলে ফুটবল মাঠের বাইরে কোনো উত্তেজনাতেই ভাঙেনি সেই ধ্যান।

কদিন আগেই প্রেমিকা রুত কারদোসোকে বিয়ে করেন দিয়োগো জোতা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ