নাটোরে দেনমোহর কমাতে তালাক ও পুনরায় বিয়ে
Published: 5th, July 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে দেনমোহর কমানোর কৌশল হিসেবে স্ত্রীকে তালাক দিয়ে আবারও বিয়ে করেছেন নাইমুল ইসলাম জুয়েল (২৫)। এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন তার স্ত্রী ইতি খাতুন (১৯)।
জুয়েল গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় কাচারিপাড়ার সবজি বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে। গত বছরের ২৬ ডিসেম্বর উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামের কৃষক আফাজ প্রামাণিকের মেয়ে ইতির সঙ্গে তার বিয়ে হয় ৫ লাখ টাকা দেনমোহরে।
বিয়ের কয়েকদিন পর জুয়েলের মা নিলুফা বেগম ‘জরুরি প্রয়োজন’ দেখিয়ে ইতির বাবার কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নেন।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এরপর জুয়েল ও তার মা স্থানীয় কাজী আব্দুল লতিফের সহায়তায় গত ২২ জানুয়ারি গোপনে তালাকনামা তৈরি করেন। পরে ১৫ মার্চ একই কাজীর মাধ্যমে পুনর্বিবাহের নথি বানান। নতুন নথিতে দেনমোহর ধরা হয় দেড় লাখ টাকা।
এসব কিছুই জানা ছিল না ইতি ও তার পরিবারের। ইতি বলেন, ‘‘তালাক বা দ্বিতীয় বিয়ের কিছুই জানি না। শ্বাশুড়ি আমাকে একদিন কোরআন শিখানোর নাম করে রঙিন কাগজে সই করান। পরে নানা অজুহাতে বাবার বাড়ি পাঠিয়ে দেন।’’
ইতির বাবা আফাজ প্রামাণিক বলেন, ‘‘কোনো বিরোধ ছিল না। শুধু দেনমোহরের টাকা কমাতে এবং আগের ধার নেওয়া টাকা আত্মসাৎ করতেই তারা এই প্রতারণা করেছে।’’
এ ঘটনায় থানায় অভিযোগ দেন আফাজ। স্থানীয়ভাবে সালিস ডাকা হলে জুয়েল ও তার মা ২ লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেন, যা ইতির পরিবার প্রত্যাখ্যান করে।
অভিযুক্ত নিলুফা বেগমের দাবি- ‘‘রাগের বশে তালাক হয়েছিল, পরে বিয়ে হয়েছে।’’ তবে দ্বিতীয় বিয়েতে দেনমোহর কমানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
এ দিকে কাজী আব্দুল লতিফ তালাক ও বিয়ের কাগজ সত্য বলে স্বীকার করেছেন। মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, ‘‘তালাকের কোনো কাগজ ইউনিয়নে আসেনি। কাজীকে নোটিশ দেওয়া হবে।’’
এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। গুরুদাসপুর থানার ওসি মো.
ঢাকা/আরিফুল//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিয়ার আইএসের হামলায় ২ মার্কিন সেনা নিহত
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘সবাই জেনে রাখুন—আপনি যদি বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান, তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।’
আরও পড়ুনট্রাম্প–শারা বৈঠক শেষে ঘোষণা: আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া১১ নভেম্বর ২০২৫পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, সিরিয়ার পালমিরায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
পেন্টাগনের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এমন একটি এলাকায় এই হামলা হয়েছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।’ তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, সম্ভবত আইএস এই হামলা চালিয়েছে।
সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া। এই বৈশ্বিক জোটের লক্ষ্য, আইএসের অবশিষ্ট অংশগুলোকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো।
গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফর করেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন। এ সফর দুই দেশের জন্য একটি ‘নতুন যুগ’-এর সূচনা বলে উল্লেখ করেন তিনি।