এজাহারভুক্ত আসামি মির্জা আলীসন আজম গ্রেপ্তার
Published: 7th, July 2025 GMT
ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদের শহরের ঝিলটুলীস্থ বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মির্জা আলীসন আজম ওরফে প্রিন্স (৪৫)। তিনি মমিনখার হাট এলাকার মৃত বদু বেপারির ছেলে এবং চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজমের ছোট ভাই।
এ মামলায় আসামি হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) মোট ১৬ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে মির্জা আলীসন আজম ১১ নম্বর আসামি।
মির্জা আলীসনের ভাই মির্জা আব্দুল মান্নান বলেন, আজ (সোমবার) সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল তার সঙ্গে কথা আছে বলে মির্জা আলীসনকে তুলে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো.
প্রসঙ্গত, ৩ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর সত্ত্বাধিকারী এ. কে. আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাস ভবনে চড়াও হয় মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ ঘটনায় হা-মীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। এতে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) ১৬ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ. কে. আজাদের বাড়িতে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।
এ মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারে অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: আস ম এ ক আজ দ নগর ব এনপ র ব এনপ র স আজ দ র ত কর ম
এছাড়াও পড়ুন:
সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।
সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।