নরসিংদীতে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কার করা হয়েছে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে। 

জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মনিরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন এবং কেন্দ্রের নির্দেশে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকেও একই কারণে বহিষ্কার করা হয়েছে। ৮ জুলাই রাত ৮টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাইয়ুমকেও প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অপসারণ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ঢাকা/হৃদয়/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম নগরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল পৌনে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

হালিশহর থানার উপপরিদর্শক ইমন দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমাদের একটি দল ও ফায়ার সার্ভিস সেখানে আছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

নালায় পড়ে মৃত্যু চট্টগ্রাম নগরে এবারই প্রথম নয়। গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন।

সবশেষ নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর চলতি বছরের ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ থাকা শিশু সেহরিশের নিথর দেহ। আগের দিন রাত আটটার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে যায় সে।

সম্পর্কিত নিবন্ধ