বিসিসিআই নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে, যার কয়েক দিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

২৪ জুলাই ঢাকায় বার্ষিক সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি সভাপতি মহসিন নাকভির আহ্বান করা সভার বিষয়টি এরই মধ্যে সব সদস্য বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্রও।

তবে বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। ঢাকার বিষয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই সভার ভেন্যু বদলাতে বলেছে। ভারতীয় বোর্ড নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে, যার কয়েক দিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের ‘স্পোর্টস তক’ জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়, তাহলে বিসিসিআই পুরো সভা নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিতে পারে।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’

আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত০৯ জুলাই ২০২৫

পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের খবরে বলা হয়, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে কোনো সদস্য বোর্ড যদি সভায় সশরীর যোগ না দেয়, তাহলে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এসিসির একটি সূত্র, ‘বিশ্বজুড়ে এখন অনলাইন বৈঠক হয়ে থাকে। এসিসি এবং আইসিসিও অতীতে অনেকবার এ ধরনের বৈঠক করেছে।’

ঢাকায় আসতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব স স আই

এছাড়াও পড়ুন:

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা, আপত্তি ভারতের

বিসিসিআই নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে, যার কয়েক দিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

২৪ জুলাই ঢাকায় বার্ষিক সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি সভাপতি মহসিন নাকভির আহ্বান করা সভার বিষয়টি এরই মধ্যে সব সদস্য বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্রও।

তবে বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। ঢাকার বিষয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই সভার ভেন্যু বদলাতে বলেছে। ভারতীয় বোর্ড নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে, যার কয়েক দিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের ‘স্পোর্টস তক’ জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়, তাহলে বিসিসিআই পুরো সভা নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিতে পারে।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’

আরও পড়ুনবাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করে শ্রীলঙ্কা সফরের আলোচনা করছে ভারত০৯ জুলাই ২০২৫

পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের খবরে বলা হয়, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে কোনো সদস্য বোর্ড যদি সভায় সশরীর যোগ না দেয়, তাহলে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এসিসির একটি সূত্র, ‘বিশ্বজুড়ে এখন অনলাইন বৈঠক হয়ে থাকে। এসিসি এবং আইসিসিও অতীতে অনেকবার এ ধরনের বৈঠক করেছে।’

ঢাকায় আসতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

সম্পর্কিত নিবন্ধ