ফতুল্লায় যুবলীগ নেতা বৈষম্য বিরোধী একাধিক হত্যা মামলার আসামী মেহেদী হাসান শাহিন  (৪০) কে তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল নেতা-কর্মীরা।

সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকাস্থ একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে যুবলীগ নেতা মেহেদী হাসান  শাহিন কে আটক করা হয় বলে জানা গেছে।

মেহেদী হাসান শাহিন ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দ্ধায়িত্বে রয়েছেন।সে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের আবুল মিয়ার পুত্র।

৫ আগস্টের পর  যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন  আত্নগোপনে চলে যায়। কোরবানী ঈদে সে ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠস্থ এলাকায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীর ফ্লাটে আশ্রয় নেয়।

সোমবার রাতে বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদল নেতা কর্মীরা শাহিন অবস্থানরত ঐ বহুতল ভবনটির চারদিক দিয়ে ঘেরাও করলে বিষয়টি টের পেয়ে সে পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়ে বাইরে থেকে তার স্ত্রীকে দিয়ে বাইরে দিয়ে তালা মেরে দেয়।

ছাত্রদল নেতা কর্মীরা তা আচঁ করতে পেরে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভেঙ্গে বাথরুমে লুকিয়ে থাকা শাহিন কে টেনে হিচড়ে বের করে গণপিটুনি দিয়ে পুলিয়ে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান,শাহিন কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত  ইয়াসিন,পারভেজ সহ ফতুল্লা মডেল থানায় একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বল গ য বল গ ন র য়ণগঞ জ য বল গ

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ