হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি, দেখুন আবেদনের বিস্তারিত
Published: 26th, July 2025 GMT
হলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু করেছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে দেশের অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ভর্তির আবেদন যোগ্যতা
১.
২. মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৩ পেতে হবে শিক্ষার্থীদের।
৩. ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৪ পেতে হবে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতা
১. বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘মানবিক বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।
২. বিজ্ঞান বিভাগের ৪ দশমিক ২৫ জিপিএ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৩০ জুলাই শুরু, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে২৪ জুলাই ২০২৫আসনসংখ্যা
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট আসন ১ হাজার ৩১০টি। বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭০ ও মানবিক বিভাগে ২৬০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ
১. ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৩০ জুলাই থেকে ৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত মধ্যে লিংকে ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট - তে Admissions>Admission Application-এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
২. সঠিকভাবে ফরম পূরণ করে বিকাশের (bKash) মাধ্যমে চার্জসহ মোট ৪০০ টাকা জমা দিয়ে ফরম Submit করতে হবে। বিকাশ পেমেন্টের ১০ মিনিট পর আবেদন ফরম ও Permit Slip ডাউনলোড করা যাবে। আবেদন ফরম ও Permit Slip ডাউনলোড দিয়ে ‘প্রিন্ট কপি’ অবশ্যই সংগ্রহ করতে হবে।
হলি ক্রস কলেজে একাদশে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট আসন ১ হাজার ৩১০ শিক্ষার্থী ভর্তি নেবে।উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম নব ক ব ভ গ পর ক ষ য ব যবস য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে