হলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু করেছে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে দেশের অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ভর্তির আবেদন যোগ্যতা

১.

বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেতে হবে। (এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে)।

২. মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৩ পেতে হবে শিক্ষার্থীদের।

৩. ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্য ৪ পেতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতা

১. বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘মানবিক বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।

২. বিজ্ঞান বিভাগের ৪ দশমিক ২৫ জিপিএ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা বিভাগে’ ভর্তির আবেদন করতে পারবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৩০ জুলাই শুরু, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে২৪ জুলাই ২০২৫

আসনসংখ্যা

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট আসন ১ হাজার ৩১০টি। বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭০ ও মানবিক বিভাগে ২৬০ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ

১. ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৩০ জুলাই থেকে ৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত মধ্যে লিংকে ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট - তে Admissions>Admission Application-এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।

২. সঠিকভাবে ফরম পূরণ করে বিকাশের (bKash) মাধ্যমে চার্জসহ মোট ৪০০ টাকা জমা দিয়ে ফরম Submit করতে হবে। বিকাশ পেমেন্টের ১০ মিনিট পর আবেদন ফরম ও Permit Slip ডাউনলোড করা যাবে। আবেদন ফরম ও Permit Slip ডাউনলোড দিয়ে ‘প্রিন্ট কপি’ অবশ্যই সংগ্রহ করতে হবে।

হলি ক্রস কলেজে একাদশে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট আসন ১ হাজার ৩১০ শিক্ষার্থী ভর্তি নেবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম নব ক ব ভ গ পর ক ষ য ব যবস য

এছাড়াও পড়ুন:

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির যোগ্যতা জেএসসি পাস হতে হবে। জেএসসি ছাড়াদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তির দরকারি তারিখ—

১. অনলাইনে ভর্তি এবং আবেদনের তারিখ শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।

২. অষ্টম শ্রেণি বা সমমানের সনদবিহীন ভর্তি-ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা : ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

৩. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু : ১৫ মে ২০২৬।

ভর্তির যোগ্যতা—

১. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে। (ভর্তির তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।

২. সরাসরি অনলাইন ভর্তির জন্য: osapsnew.bou.ac.bd

ভর্তির যোগ্যতা(জেএসসি ছাড়া) —

১. যেসব শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৫ তারিখে)।

২. এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. এ জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।

৪. ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। (অনলাইনে আবেদনের তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)।

প্রয়োজনীয় কাগজ যা লাগবে—

১. দুই কপি ছবি।

২. জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস বা উত্তীর্ণের সনদ।

৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

ভর্তি ও অন্যান্য ফি—

অনলাইন আবেদন ফি: ১০০ টাকা,

রেজিস্ট্রেশন ফি : ১০০ টাকা,

কোর্স ফি (প্রতি কোর্স ৫২৫ টাকা): ৩৬৭৫ টাকা,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি: ১০০ টাকা,

একাডেমিক ক্যালেন্ডার ফি:৫ টাকা,

ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা,

পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০ টাকা) : ৩৫০ টাকা,

প্রথম বর্ষ নম্বরপত্র ফি : ৭০ টাকা,

মোট আবেদন ফি: ৪৬৯৬ টাকা।

বিজ্ঞান শাখার জন্য দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. অষ্টম শ্রেণি বা সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে।

২. জেএসসি বা জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। ২০২০ সাল কিংবা তার পরবর্তীতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাশ সনদে বা প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে।

৩. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি