বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে বের হয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। ক্ষতবিক্ষত রাস্তা দেখতে দেখতে যান নগরের ফরিদারপাড়া এলাকায়। সড়ক সংস্কারে প্রকৌশলীদের নির্দেশনা দিচ্ছিলেন। এ সময় পাশের একটি ভবন থেকে পলিথিনভর্তি ময়লা ফেলা হয় নালায়।

এতে ক্ষুব্ধ মেয়র শাহাদাত ফোন করেন স্থানীয় হাউজিং সোসাইটির এক নেতাকে। জানিয়ে দেন, নালায় এভাবে ময়লা ফেললে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করে শাস্তি দেওয়া হবে।

আজ বুধবার বেলা দুইটায় চট্টগ্রাম নগরের ফরিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেয়র নগরের ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ কাঠামো পরিদর্শন করেন।

এরপর সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, বাসার ময়লা নালা-খালে ফেললে ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করা হবে। এভাবে ময়লা ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পানি জমে সেখানে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। সেখানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া, এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে।

বৃষ্টির সময় নগরের কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হচ্ছে জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, এর অন্যতম কারণ হচ্ছে ময়লা ফেলা এবং ড্রেনেজ লাইনে প্রতিবন্ধকতা তৈরি। নগরকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আছে। তাঁদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ অব্যাহত থাকবে বলে জানান মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ভারী বর্ষণের কারণে যেসব রাস্তা খানাখন্দ হয়ে গেছে, তা সংস্কার করা হবে। আগামী তিন মাস যাতে সড়ক না কাটে, সে জন্য ওয়াসাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মেয়র শাহাদাত হোসেন ফরিদারপাড়া ছাড়া নগরের চকবাজার, বহদ্দারহাট, কাপাসগোলা এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক, নালা-নর্দমা ও খাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত আমিন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নগর র

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ