এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই : ডিসি
Published: 30th, July 2025 GMT
‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দুইটি বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ভ্যান হস্তান্তর শেষে জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির একটি স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্র্যাচের ড্যান্ডি হবে বিশ্বসেরা।’ আমরা যদি এই জেলাকে সেরা করতে চাই, তাহলে সব দিক থেকেই সেরা করতে হবে।
আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন দিক থেকেও সেরা করতে হবে। পানির ব্যবস্থাপনাও ভালো করতে হবে। রাস্তার যানজট কমাতে হবে। আমরা যদি সত্যিই সব দিক থেকে সেরা করতে চাই, সেই কাজগুলো করতেই হবে। এরই একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনারা দেখেছেন, আমরা দুটি ভ্যান দিয়ে শুরু করছি।
উপজেলা পরিষদের বাইরে যে ময়লাগুলো জমবে, সেগুলো এই ভ্যান দিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে রাখা হবে। এটি আমাদের একটি পরীক্ষামূলক পদক্ষেপ। আমরা দেখব এটি কতটুকু কার্যকরভাবে কাজ করে। সফল হলে পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পরবর্তীতে আমরা এটি সারাজেলা ব্যাপী সম্প্রসারিত করবো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে দেবযানী কর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সবাইকে নিয়ে এই শহরকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরের উপরে অনেক চাপ। এত ছোট শহর, কিন্তু এত বেশি জনবসতিপূর্ণ।
আমরা যদি এখনই এই শহরকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণ না করতে পারি, যদি পানি ব্যবস্থাপনার উন্নয়ন না করি, যদি বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করি, তাহলে এই শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।
সেই চিন্তাভাবনা থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে আজ থেকেই সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম শুধু পরিচ্ছন্নতাই নিশ্চিত করবে না, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এতে নাগরিকদের জীবনমান উন্নত হবে এবং নারায়ণগঞ্জ হবে একটি আদর্শ পরিচ্ছন্ন শহর।
ভ্যানগুলো সম্পর্কে সদর উপজেলা প্রকৌশলী মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ এই শহর বর জ য
এছাড়াও পড়ুন:
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে শোডাউন করবে মহানগর বিএনপি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন মহানগর বিএনপি।
প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু আগামী ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগরের সর্বস্তরের জনগণকে নিয়ে বিশাল শোডাউন করে র্যালি করবে মহানগর বিএনপি।
সেই র্যালি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে বিকেল তিনটার মধ্যে নেতাকর্মীদের নিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে উপস্থিত থাকার আহ্বান জানান।
এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।