বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি
Published: 31st, July 2025 GMT
ফের বিয়ের কথা ভাবছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে চান বলেও জানিয়েছেন তিনি। টিভি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, “আমি মনে করি সংসার আর ক্যারিয়ার—দুটো একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে সংসারেই মনোযোগ দিতে চাই। পরিবার আর জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দেব।”
আগামী পাঁচ বছর অভিনয়ে পুরোপুরি সক্রিয় থাকতে চান তানিয়া বৃষ্টি। এরপর বিয়ে করে সংসার আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। তবে দেশে নয়, বিদেশে সেটল হতে চান এই নায়িকা। তার ভাষায়—“ইচ্ছা আছে দেশের বাইরে সেটেল হওয়ার।”
আরো পড়ুন:
জায়েদ খানের অতিথি মোনালিসা
বধূবেশে অভিষেক কন্যা
তবে বিয়ের নির্দিষ্ট কোনো সময় বা পাত্র এখনো নির্ধারিত হয়নি। এ তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “ভালো একজন মানুষ পেলে আর নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলে তবেই সিদ্ধান্ত নেব।”
২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক বছরেই বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও তানিয়া তা উড়িয়ে দিয়ে বলেন, “এসব নিছক গুজব।”
অভিনয়ে নিজের অবস্থান প্রসঙ্গে বলতে গেলে, ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটকে তানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনজগতেও রয়েছে তার সরব উপস্থিতি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল