দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
Published: 31st, July 2025 GMT
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখায় এসব বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও দর্শনা আইসিপি বিওপির কমান্ডারগণ। বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার ও গেঁদে কোম্পানির কমান্ড্যান্টগণ।
আরো পড়ুন:
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে চারজন পুরুষ, ৫ জন নারী ও ৬ জন শিশু। তাদের বাড়ি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুর জেলায়।
এসব ব্যক্তি কাজের সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কারাগারে পাঠায় ভারতীয় পুলিশ। এর পর সরকারি উদ্যোগে কারাগার থেকে মুক্ত করে আজ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ওই ১৫ বাংলাদেশিকে দর্শনা থানা পুলিশের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে অনুমতি দিয়েছে।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ
এছাড়াও পড়ুন:
চোরাচালানে গিয়ে বিএসএফের হাতে আটক, ফিরিয়ে এনে ব্যবস্থা নিচ্ছে বিজিবি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বাংলাদেশি তিন যুবক। তাঁদের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠক করে বাংলাদেশি ওই যুবককে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পালিয়ে যাওয়া দুজনসহ আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি জানিয়েছেন। আটক যুবকের নাম মো. নাদের মুন্সি (২৭)। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্দ্যেরখিল গ্রামে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনে জেলার চৌদ্দগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০৯/১৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে রাধানগর এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান। এ সময় বিএসএফের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁদের আটকের চেষ্টা করলে দুজন পালিয়ে বাংলাদেশে চলে আসেন। তবে মো. নাদের মুন্সিকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১২টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১০৯/১৪-এসের কাছে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈদ্দ্যেরখীল এলাকায় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, পলাতক দুই আসামিসহ আটক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন। আটক যুবককে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে।