বন্দরে সাংবাদিক শরীফ চিস্তির মা’র কুলখানি অনুষ্ঠিত
Published: 9th, August 2025 GMT
দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শরীফ হাসান চিস্তির মা এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাদ জোহর নাসিক ২২ নং ওয়ার্ডের খান বাড়িস্থ নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআন খতম এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুমা, গত ৫ আগস্ট আনুমানিক রাত ১১:০১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা, মরহুম খাজা মহর আলী চিস্তির স্ত্রী ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা তামিম বিল্লাহ্ আল কাদরী, সহায়তা করেন, মুফতি সোলায়মান আল কাদরী, মাওলানা মুফতি হোসাইন আল আমিন, মুফতি হাসান মুরাদ, মুফতি আবু সুফিয়ান ও হাফেজ মাওলানা আলাউদ্দিন প্রমূখ।
এছাড়া নীরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইমদাদুল হক মিলনসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীগণসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মরহ ম
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ