মুন্সীগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
Published: 11th, August 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬টি ইজিবাইক, ২টি ইজিবাইকের চেসিস, চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়্যারলেস উদ্ধার করা হয়।
সোমবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ওরফে আব্দুল্লাহ (৩২), জামাল হোসেন (৪০), ইমরান হোসেন ওরফে মোফাজ্জল (৪৫), হৃদয় শেখ (২৫), পলাশ পাঠান (৩৫), বিধান (৪৭) ও সুমন (৩৮)।
আরো পড়ুন:
চার টুকরো করে যুবকের লাশ খালে ফেলেন দম্পতি
কুষ্টিয়া শহরের ৬৪ সিসিটিভি ক্যামেরা অচল
পুলিশ সুপার বলেন, ‘‘দীর্ঘদিন ধরে একটি চক্র মুন্সীগঞ্জসহ আশপাশের জেলায় যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালকদের বিভিন্ন অজুহাতে নির্জন স্থানে নিয়ে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে অজ্ঞান বা হত্যা করে ইজিবাইক ছিনতাই করতেন। তাদের ধরতে ডিবির একটি দল অভিযান চালায়।’’
তিনি বলেন, ‘‘রবিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ফেরিঘাট আন্ডারপাস এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আশপাশের এলাকা থেকে আরো তিনজন এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬টি ইজিবাইক, ২টি ইজিবাইকের চেসিস, চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়্যারলেস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়া তাঁর পোশাকে লিখলেন ‘মাছে ভাতে বাঙালি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে