ভৌতিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন আগে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন।
এবার সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে রায়হান রাফির হাত ধরে। ‘আন্ধার’ সিনেমাটি পরিচালনা করবেন এই নির্মাতা। সুমন ও শাকিবের গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শাকিব ও আদনান আদিব খান।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, খুব শিগগির শুরু হবে শুটিং। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের আয়োজন করে অন্যান্য অভিনয়শিল্পী ও সিনেমার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরো পড়ুন:
প্রভাসের বিয়ে নিয়ে নতুন তথ্য জানা গেল
‘রাজের বুকের বাঁ দিকটা চিনচিন-ঝিনঝিন কোনোটাই করে না’
‘আন্ধার’ প্রযোজনার মাধ্যমে যাত্রা শুরু করছে ২২১ বি, যার সঙ্গে আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী ও আদনান আদিব।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শাকিব, নিশো, সিয়াম, রাজ, শুভ—আইএমডিবিতে এগিয়ে কার সিনেমা
কোনো সিনেমা সম্পর্কে ধারণা নিতে আইএমডিবিতেই (ইন্টারনেট মুভি ডেটাবেজ) বেশি ঢুঁ মারেন সিনেমাপ্রেমীরা। চলতি বছর মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে কোন সিনেমা? এক হাজারের বেশি ভোট পেয়েছে যেসব সিনেমা, এ প্রতিবেদন তৈরিতে সেগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে।
‘উৎসব’ (৮.৪)
পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সে সিনেমাই একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। দর্শক পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।