গাইবান্ধায় জেলা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০) অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন মৃত্যুর তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে থানায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার 

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত 

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত ১৭ নভেম্বর তাকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শারীরিক অসুস্থতার কারণে তাকে পর দিন ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। রবিবার (২৩ নভেম্বর) তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে তাকে পুলিশ জেলা কারাগারে পাঠায়।

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘‘রবিবার বিকেল ৪টার দিকে আসামিকে আমাদের কাছে নিয়ে আসা হয়। সাড়ে ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তার মেডিকেল সার্টিফিকেটে হৃদরোগসহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ রয়েছে।’’  

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান বলেন, ‘‘জরুরী বিভাগের চিকিৎসক শিশির চন্দ্র ঘোষ বিকেল ৪টা ৫০ মিনিটে রোগীকে যখন রিসিভ করেন, তখন রোগী জীবিত ছিলেন না। তার আগে রোগীর মৃত্যু হয়েছে।’’  

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘‘আসামি তারিক রিফাতকে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১৭ নভেম্বর গ্রেপ্তার করা হয়। অসুস্থতাজনিত কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’’ 
 

ঢাকা/লুমেন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত আওয় ম ল গ গ ব ন দগঞ জ রব ব র

এছাড়াও পড়ুন:

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

সমাজ–রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যাঁরা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তাঁরা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক, সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সম্পর্কিত নিবন্ধ