রূপগঞ্জে ভূমিকম্পজনিত ফাটলকে কেন্দ্র করে একটি গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা কাজ বন্ধ করে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অনুযায়ী গার্মেন্টসের কার্যক্রম পরবর্তী তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। 

রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত এ ওয়ান পোলার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ সময়য় শ্রমিকরা দাবি করেছিলেন, ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বিল্ডিং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট দেখাতে হবে।

কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে জানায়, শুধু কর্মকর্তারা কারখানায় অবস্থান করবে এবং শিগগিরই ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বিল্ডিং ইন্সপেকশন সম্পন্ন করা হবে।

জানাগেছে, গত ২১ নভেম্বর সংঘটিত ভূমিকম্পের পর ভবনে কিছু ফাটল দৃশ্যমান হওয়ায় রোবাবার সকালে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়। এতে শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে কাজ বন্ধ করে নিচে অবস্থান করে ছুটিসহ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দাবি জানান।

পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন। বর্তমানে কারখানা প্রাঙ্গণ ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানায়, এ ওয়ান পোলার কারখানাটির অনেকগুলো ভবন রয়েছে। কোনো কোনো ভবনে ফাটল দেখা দিয়েছে সেইটা তারা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করাবে। যার ফলে তিন দিনের ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।


 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ গ র ম ন টস গ র ম ন টস অবস থ

এছাড়াও পড়ুন:

ভূমিকম্প আতঙ্কে জবিতে এক সপ্তাহ ক্লাস–পরীক্ষা বন্ধ, হল ছাড়ার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ট্রেজারার, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জকসু নির্বাচন কমিশনার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে

ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

সিদ্ধান্ত অনুযায়ী, ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ২৪ নভেম্বর (সোমবার) সকাল ১০টার মধ্যে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম চালু রাখতে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়া হবে। এ সময়ে কেন্দ্রীয় লাইব্রেরি, উন্মুক্ত লাইব্রেরি ও শিক্ষার্থী পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। তবে, প্রশাসনিক কার্যালয় যথারীতি খোলা থাকবে।

ভূমিকম্পের পর ক্যাম্পাসের ভবনগুলোর ঝুঁকি নিরূপণে জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভবন মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী ৪ ডিসেম্বর আবারও সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় জানানো হয়েছে, জকসু নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশন তাদের বিবেচনায় পরিচালনা করবে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বাইরে আর কিছু ভাবার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

ঢাকা/লিমন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্প আতঙ্কে জবিতে এক সপ্তাহ ক্লাস–পরীক্ষা বন্ধ, হল ছাড়ার নির্দেশ
  • ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি নিরীক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়: অনেকে হল ছাড়ছেন, দ্বিধাদ্বন্দ্বে
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ
  • ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাবি ১৫ দিন বন্ধ
  • ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা
  • ভূমিকম্প মোকাবিলায় ২ সপ্তাহ বন্ধ থাকবে ঢাবি, হল খালি করার নির্দেশ
  • আমরা বড় ধরনের ঝুঁকির মুখে আছি
  • এইচ–১বি বাতিলের পথে যুক্তরাষ্ট্র: প্রযুক্তি খাতে পরিবর্তনের শঙ্কা