ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে রেকর্ড লাফ
Published: 13th, August 2025 GMT
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আগুন ঝরালেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে এসেছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে দিলো, পৌঁছে দিলো ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান ২১ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৪।
প্রোটিয়া ব্যাটিং লাইনআপের আরেক সদস্য ট্রিস্টিয়ান স্টাবসও উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে এখন তিনি ২৮ নম্বরে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনও পেয়েছেন র্যাঙ্কিং বুস্ট। দুজনেই ৬ ধাপ করে উপরে উঠে যথাক্রমে ১০ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।
বোলিং র্যাঙ্কিংয়ে জশ হ্যাজলউড তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৫ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে। লুঙ্গি এনগিডিও ১৪ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ ৫০–এ ঢুকেছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন এক নম্বরে, আর অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
আরো পড়ুন:
৩৪ বছরের অপেক্ষার অবসান, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা
টেস্ট ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারের প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের জসপ্রিত বুমরাহ, আর দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট শিকারের ফলেই এই উন্নতি হেনরির।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি, সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ পয়েন্ট)। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সামান্য পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম, দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা, আর শীর্ষে অবস্থান করছেন শুভমান গিল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কলকাতায় প্রথমবারের মতো লোকাল এসি ট্রেন চালু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু হয়েছে। শিয়ালদহ থেকে নৈহাটি জেলার রানাঘাট পর্যন্ত চলবে ট্রেনটি। সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট। রোববার দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
টিকিট কাটা যাবে সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক। ট্রেনটি এই লাইনের সব স্টেশনে থামবে। বিধাননগর (উল্টোডাঙ্গা), দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, কল্যানী ও রানাঘাটে ওঠানামা করতে পারবেন যাত্রীরা।
চেন্নাই–এর ইন্টগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি করা ট্রেনে ১২টি কোচ রয়েছে। প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ যাত্রী চলাচল করতে পারবেন। ট্রেনে রয়েছে সর্বাধিক আধুনিক ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, এসি ট্রেন চালুর ফলে এই লাইনের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে নিয়মিত ট্রেনের পরিষেবা শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ কলকাতার বিশিস্টজনেরা।
উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ট্রেনে করে দমদম স্টেশনে নামেন। এ সময় সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কিছু সমর্থক বিক্ষোভ করে। তারা ভোটার তালিকা সংশোধনের নিমিত্তে জারি করা এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ করে। একই সঙ্গে দেশব্যাপী বাংলা ভাষা ও বাঙালী হেনস্তার প্রতিবাদ করেন।
এ সময় সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ‘বাংলায় এসআইআর হবেই। দম থাকলে আটকে দেখান।’
জবাবে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা এই রাজ্যে বাংলা ভাষা ও বাঙালী হেনস্তা ও এসআইআরের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন।