অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আগুন ঝরালেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে এসেছিল ১২টি চার ও ৮টি ছক্কা। এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮০ ধাপ এগিয়ে দিলো, পৌঁছে দিলো ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান ২১ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১৪।

প্রোটিয়া ব্যাটিং লাইনআপের আরেক সদস্য ট্রিস্টিয়ান স্টাবসও উন্নতি করেছেন। ১২ ধাপ এগিয়ে এখন তিনি ২৮ নম্বরে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনও পেয়েছেন র‌্যাঙ্কিং বুস্ট। দুজনেই ৬ ধাপ করে উপরে উঠে যথাক্রমে ১০ ও ১৭ নম্বরে অবস্থান করছেন। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে জশ হ্যাজলউড তিন ধাপ এগিয়ে ২০ নম্বরে, আর দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ১৫ ধাপ লাফিয়ে ৪৪ নম্বরে। লুঙ্গি এনগিডিও ১৪ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো শীর্ষ ৫০–এ ঢুকেছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আছেন এক নম্বরে, আর অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

আরো পড়ুন:

৩৪ বছরের অপেক্ষার অবসান, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা

টেস্ট ফরম্যাটে নতুন ইতিহাস গড়েছেন নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারের প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে ভারতের জসপ্রিত বুমরাহ, আর দুইয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট শিকারের ফলেই এই উন্নতি হেনরির।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি, সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ পয়েন্ট)। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন এক নম্বরে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তবে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সামান্য পরিবর্তন এসেছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন বাবর আজম, দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা, আর শীর্ষে অবস্থান করছেন শুভমান গিল। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, “এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।”

সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা "আউট অব কান্ট্রি ভোটিং" -এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID),পাসপোর্টের বিবরণ, প্রবাসে বর্তমান ঠিকানা, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
অ্যাপটিতে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিস্তারিতভাবে দেখানো হবে।

ভোট প্রদান প্রক্রিয়া: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসি থেকে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে সেটি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাবেন।  নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ইসিতে পৌঁছালেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

এ উদ্যোগ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের অংশগ্রহণমূলক নির্বাচনে যুক্ত হওয়ার পথ খুলে দিচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক সূচনা। আসুন, সকলে মিলে এই উদ্যোগ সফল করি।”

ঢাকা/ এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
  • মাধ্যমিক পেরোনো কড়া সম্প্রদায়ের প্রথম নারী গীতা, উচ্চমাধ্যমিকে পাশে দাঁড়াল প্রশাসন
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি