ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 11th, September 2025 GMT
মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত সাব্বির ফকির উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
আরো পড়ুন:
১৬ ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা
জমিয়ত নেতা মুশতাক হত্যা: হাফিজ ৩ দিন রিমান্ডে
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাব্বির ফকিরের সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে ওই স্কুলছাত্রীকে প্রায়ই বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন সাব্বির।
গত শনিবার পার্শ্ববর্তী বরিশালের মুলাদী উপজেলা বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামে নিয়ে যান তিনি। পরে একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন সাব্বির।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতাকে আসামি করে মুলাদী থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘‘স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, ঘটনাস্থল মুলাদী থানাধীন হওয়ায় মামলাটি ওই থানায় হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেষ মুহূর্তে কনসার্ট বাতিল, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ হামিন আহমেদের
এ বছর বেশ কয়েকটি কনসার্ট ঘোষণা দেওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আয়োজকেরা প্রচারণা চালিয়েছেন, বিক্রি করেছেন টিকিটও। সর্বশেষ আতিফ আসলামের কনসার্ট বাতিলের বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন সংগীতপ্রেমীরা। এদিকে শেষ মুহূর্তে কনসার্ট বাতিলের ঘটনায় আয়োজকদের দিকে অভিযোগ করেছেন মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।
হামিন আহমেদ