সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদ দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ সংগঠন আমরা নারায়ণগঞ্জের সন্তান। শনিবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন মাঝেরচর বাসস্যান্ডে এই মানববন্ধন পালন করা হয়েছে । 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসেনর বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, এলাকায় বহুজাতিক কোম্পানির কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি ব্রহ্মপুত্র নদে ফেলা হচ্ছে এতে প্রতিনিয়ত নদের পানি দূষিত হয়ে পড়ছে। সরকারের কোটি টাকা দিয়ে নদী খনন করা হলেও নদের পানি কোনো কাজে আসছে না।

কারখানার বর্জ্য একটি নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থায় সেন্ট্রাল ইটিপির মাধ্যমে পরিশোধন করতে হবে। কারখানার বর্জ্য ব্রহ্মপত্র নদে না ফেলার দাবি জানান তিনি। 

উপজেলার জামপুর ইউনিয়ন বাসিন্দারা জানান , প্রতিনিয়ত কারখানার বর্জ্যমিশ্রিত পানি এ নদে ফেলার কারণে পানি দূষিত হয়ে পড়েছে। এতে নদের মাছসহ জলজ প্রাণি বিলুপ্তির পথে।

ব্রহ্মপত্র নদে বর্জ্য ফেলার প্রতিবাদে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দূষণকারীরা অর্থবিত্তশালী হওয়ায় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।

এলাকাবাসিঁ আরো বলেন, দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী দূষণ রোধে সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

এইসময় আমরা নারায়ণগঞ্জের সন্তান সংগঠন প্রতিনিধি ও এলাবাসী উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ত র নদ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে “নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে গাউসিয়া মার্কেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালা ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও সংগঠনের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত ও ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আসামিদের গ্রেপ্তারের দাবি, সালমান শাহ ভক্তদের মানববন্ধন
  • পদ্মার চরে জোড়া খুনের ঘটনায় ‘কাকন বাহিনীর’ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে জমি থেকে ৫ কোটি টাকার বালু চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা