সোনারগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
Published: 21st, September 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাচানী গ্রামে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া উপজেলার পাঁঁচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে সবজি তুলছিলেন কৃষক সিরাজ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ উপজ ল র স ন রগ
এছাড়াও পড়ুন:
দুর্নীতি আর বৈষম্যের কারণে মানুষ দারিদ্র্যে জর্জরিত: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সাইয়েদ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘‘দুর্নীতি আর বৈষম্যের কারণে সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।’’
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের হিলি চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘‘গত ১৬ বছর দেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শুধু শেয়ারবাজার থেকে সালমান এফ রহমান ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই লুটপাট, দুর্নীতি আর বৈষম্যের কারণেই সাধারণ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।’’
পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নূর আলম সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি মো. এমদাদুল হক এবং ইসলামী যুব আন্দোলন হাকিমপুর উপজেলা সভাপতি মাওলানা মো. মোকছেদুর রহমান।
ঢাকা/মোসলেম/রাজীব