বাগেরহাটে চুরির মামলায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তিনি রামপাল উপজেলার ভাগা গ্রামের ওহাব আলীর ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর মারা যান বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার রাখালগাছি এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে এক দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে থাকার সময় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে হাসপাতালে পাওয়া যায়নি।

বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেছেন, মোজাফফরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। ইসিজি করে জানা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের প্রস্তুতির মধ্যেই সকাল ৮টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বাগেরহাটের পুলিশ সুপার মো.

আসাদুজ্জামান বলেছেন, মোজাফফরের নামে চারটি মামলা আছে। অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। মোজাফফরের পরিবারের লোকজন এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/শহিদুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গ রহ ট ম জ ফফর

এছাড়াও পড়ুন:

খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল 

দেশের আলোচিত মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শুকরানা মিছিল করেছে।

আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আদালতের এ রায় দেশের জনগণের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আরও বলেন, বিচার বিভাগের এই সাহসী রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে।

শান্তিপূর্ণভাবে শুকরানা মিছিল সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ