ঘাস খেয়ে একে একে মারা গেল ৯ মহিষ
Published: 26th, September 2025 GMT
পটুয়াখালীর বাউফলে ঘাস খেয়ে একে একে ৯টি মহিষ মারা গেছে। এ ঘটনায় আরো ৬টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও রঘুনাথদ্দী চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু জেলে উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগে মাছ ধরেন। মহিষ মালিকদের অভিযোগ, জলাশয়ে প্রয়োগ করা বিষ ঘাসে লেগেছিল। সেই ঘাস খেয়ে মহিষগুলোর মৃত্যু হয়েছে।
মৃত মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো.
রাখালদের হিসেবে, মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা।
মহিষের মালিক মো. মাসুদ বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুরে গোপালিয়া চরে ঘাস খাওয়ানোর পর মহিষগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ৯টি মহিষ মারা যায়। আরো ৬টি এখনো অসুস্থ।’’
স্থানীয় হান্নান হাওলাদার বলেন, ‘‘কিছু অসাধু জেলে দ্রুত সময়ে মাছ শিকারের জন্য পানিতে বিষ প্রয়োগ করে। ধারণা করা হচ্ছে, সেই বিষাক্ত ঘাস খেয়ে মহিষগুলো মারা গেছে।’’
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’’
ঢাকা/ইমরান/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।