কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। মে মাস থেকে বাংলাদেশেও স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড। রেডিংটন লিমিটেডের কাছ থেকে স্টারলিংক কিট কিনে অনুমোদিত রিটেইলার হিসেবে দেশের বাজারে বিক্রি করছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, রায়ানস কম্পিউটারস এবং স্টার টেক। আর তাই প্রতিষ্ঠানগুলো থেকে সহজেই স্টারলিংকের অফিশিয়াল কিট বিক্রয়োত্তর সেবাসহ কেনা যাবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেডিংটন লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট–সেবা চালুর পর থেকেই অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে রেডিংটন লিমিটেড। অনুমোদিত চারটি রিটেইলার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা থেকে স্টারলিংকের অফিশিয়াল কিটগুলো কিনলেই শুধু বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর ফলে নকল পণ্য কেনার ঝুঁকি দূর হবে।

আরও পড়ুনবাংলাদেশে স্টারলিংক আসার ১৫০তম দিন, কেমন চলছে ইন্টারনেট সেবা০৬ সেপ্টেম্বর ২০২৫

রেডিংটন লিমিটেডের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ২১টি, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ৩০টি, রায়ানস কম্পিউটারসের ১৯টি এবং স্টার টেকের ২০টি রিটেইল আউটলেটে স্টারলিংকের অফিশিয়াল কিট পাওয়া যাচ্ছে। ফলে ক্রেতারা সহজেই চারটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা শোরুম থেকে স্টারলিংকের অফিশিয়াল কিট কেনার সুযোগ পাচ্ছেন।

রেডিংটন লিমিটেডের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেম বোরহান জানিয়েছেন, স্টারলিংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুমোদিত রিটেইল পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী আসল স্টারলিংক পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করছি।

আরও পড়ুনস্টারলিংক সংযোগ পেতে অর্ডার করবেন যেভাবে২০ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র অফ শ য় ল ক ট টন ল ম ট ড অন ম দ ত

এছাড়াও পড়ুন:

কাশবনের হাতছানিতে ব্রহ্মপুত্রের তীরে ভিড়

চারদিকে জেগে ওঠা ব্রহ্মপুত্র নদের বালুচর। এর মাঝখানে স্বচ্ছ পানির আধার। ওপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। আর চরজুড়ে শুভ্র কাশফুল। প্রকৃতির দানেই তৈরি হয়েছে এ মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে দুলতে থাকা কাশফুলের এ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে দেয় একধরনের প্রশান্তি। তাই প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এখানে।

এ অপার সৌন্দর্যের দেখা মিলবে জামালপুর শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নদের ধারে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষের। সবাই নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউবা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন তোড়া।

গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, শহরের মোড় থেকে শুরু করে নদের তীর পর্যন্ত মানুষের ভিড়। ছোট্ট একটি সেতু পার হয়ে সবাই ছুটছেন নদীর ধারে। প্রায় এক কিলোমিটারজুড়ে ফুটেছে কাশফুল। সবুজ লম্বা পাতার বুক থেকে বেরিয়ে আসা শুভ্র কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও গুচ্ছ আকারে। দূর থেকে মনে হবে, বালুচরে যেন সাদা চাদর বিছানো। হাওয়ায় দুলে ওঠা কাশফুলে মন ভরে যাচ্ছে দর্শনার্থীদের।
চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা। কাশফুলঘেরা সেই পানিতে ডিঙিনৌকা নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কেউ ছবি তুলছেন, কেউবা সন্তানদের নিয়ে খেলায় মেতে উঠেছেন।

ব্রহ্মপুত্র নদের চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা

সম্পর্কিত নিবন্ধ