বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে রেডিংটন
Published: 27th, September 2025 GMT
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। মে মাস থেকে বাংলাদেশেও স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড। রেডিংটন লিমিটেডের কাছ থেকে স্টারলিংক কিট কিনে অনুমোদিত রিটেইলার হিসেবে দেশের বাজারে বিক্রি করছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, রায়ানস কম্পিউটারস এবং স্টার টেক। আর তাই প্রতিষ্ঠানগুলো থেকে সহজেই স্টারলিংকের অফিশিয়াল কিট বিক্রয়োত্তর সেবাসহ কেনা যাবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেডিংটন লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট–সেবা চালুর পর থেকেই অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে রেডিংটন লিমিটেড। অনুমোদিত চারটি রিটেইলার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা থেকে স্টারলিংকের অফিশিয়াল কিটগুলো কিনলেই শুধু বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর ফলে নকল পণ্য কেনার ঝুঁকি দূর হবে।
আরও পড়ুনবাংলাদেশে স্টারলিংক আসার ১৫০তম দিন, কেমন চলছে ইন্টারনেট সেবা০৬ সেপ্টেম্বর ২০২৫রেডিংটন লিমিটেডের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ২১টি, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ৩০টি, রায়ানস কম্পিউটারসের ১৯টি এবং স্টার টেকের ২০টি রিটেইল আউটলেটে স্টারলিংকের অফিশিয়াল কিট পাওয়া যাচ্ছে। ফলে ক্রেতারা সহজেই চারটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা শোরুম থেকে স্টারলিংকের অফিশিয়াল কিট কেনার সুযোগ পাচ্ছেন।
রেডিংটন লিমিটেডের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেম বোরহান জানিয়েছেন, স্টারলিংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব বাংলাদেশের ডিজিটাল যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুমোদিত রিটেইল পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী আসল স্টারলিংক পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করছি।
আরও পড়ুনস্টারলিংক সংযোগ পেতে অর্ডার করবেন যেভাবে২০ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র অফ শ য় ল ক ট টন ল ম ট ড অন ম দ ত
এছাড়াও পড়ুন:
দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচারকে দেখতে চাই না: চাকসু ভিপি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি মো. ইব্রাহীম হোসেন রনি বলেছেন, “আর কোন নব্য স্বৈরাচারকে দেশের মানুষ দেখতে চাই না। আবার যদি কেউ ফ্যাসিবাদী আওয়ামী লীগের মত আচরণ করে, তাদেরও জনগণ ফুল স্টফ দেখাবে। ফলে স্বাধীন এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজীকে ক্ষমতায় দেখতে চায় না। এ দেশকে নিয়ে যারা নতুন করে ষড়যন্ত্র করছে, তারা সাবধান হয়ে যান।”
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সদর ও নলডাঙ্গা উপজেলা সর্বস্তুরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
শহীদ–আহতদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না: চাকসু ভিপি
রাবিতে শিবিরের নবীনবরণে ডাকসুসহ ৩ ছাত্র সংসদের ভিপি
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরসহ সব হত্যাযজ্ঞের বিচার করতে হবে। সব গুম ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। গুম, খুন, হত্যাসহ সব অন্যায়ের বিচার করতে হবে। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে পানি দেখতে চাই না।”
তিনি আরো বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পূনর্বাসন করতে হবে। কিন্তু সরকার কাদের ইশারায় এখনো তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্তবর্তী সরকারকে এখনো রিভিউ করার সুযোগ আছে। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আশা করি।”
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জামায়াত মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
নাটোর জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা উপজেলা আমির মো. আব্দুর রব মৃধা প্রমুখ।
ঢাকা/আরিফুল/মেহেদী