সবকিছু স্বাভাবিক হলে ১৪৪ ধারা প্রত্যাহার, জানালেন খাগড়াছড়ির ডিসি
Published: 1st, October 2025 GMT
সবকিছু স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর বাজার পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘‘খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রবিবার থেকে সরেজমিন কাজ শুরু হবে।’’
তিনি আরো বলেন, ‘‘সবকিছু স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে।’’
একইসঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।
এ সময় পুলিশ সুপার মো.
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘জুম্ম-ছাত্র জনতা’। এরপর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়। রবিবার ১৪৪ ধারার মধ্যেই গুইমারায় ব্যাপক সহিংসতা হয়। সেখানে গুলিতে নিহত হয় তিনজন।
ঢাকা/রূপায়ন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাকিব, নিশো, সিয়াম, রাজ, শুভ—আইএমডিবিতে এগিয়ে কার সিনেমা
কোনো সিনেমা সম্পর্কে ধারণা নিতে আইএমডিবিতেই (ইন্টারনেট মুভি ডেটাবেজ) বেশি ঢুঁ মারেন সিনেমাপ্রেমীরা। চলতি বছর মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে কোন সিনেমা? এক হাজারের বেশি ভোট পেয়েছে যেসব সিনেমা, এ প্রতিবেদন তৈরিতে সেগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে।
‘উৎসব’ (৮.৪)
পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সে সিনেমাই একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। দর্শক পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।