রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম জিতেশ দেওয়ান (১৮)। আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা লাশটি খুঁজে পান।

জিতেশ দেওয়ান উপজেলার সাবেক্ষং ইউনিয়নের শনখোলাপাড়ার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন। চেঙ্গী নদীতে কচুরিপানার নিচে তাঁর লাশ পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসের তোড়ে চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। এ সময় দুই কলেজছাত্র জিতেশ দেওয়ান ও ডেনিজেন চাকমা নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ডেনিজেন চাকমার লাশ উদ্ধার হয়েছিল।

জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিতেশ দেওয়ানের লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে অবহিত করেছেন। লাশটি নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির এক পক্ষের বিক্ষোভ

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যবাজার) বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা। আজ সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার তিনটি বাজারে দলের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।

আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। কৃষক দলের জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক পদেও তিনি আছেন। আনিসুল হককে মনোনয়ন দেওয়ায় নাখোশ কামরুজ্জামানের অনুসারীরা। আনিসুল হক ও কামরুজ্জামান দুজনের বাড়িই তাহিরপুর উপজেলায়। দুজনেরই তৃণমূলে জনপ্রিয়তা রয়েছে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন কামরুজ্জামানের অনুসারীরা। তাহিরপুর সদর, উপজেলার বাদাঘাট ও নতুনবাজারে পালিত এ কর্মসূচি থেকে আসনটিতে দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা এবং কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুনবিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক আটকে বিক্ষোভ১৬ নভেম্বর ২০২৫

তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (উজ্জ্বল), তাহিরপুর সদর ইউনিয়নের আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য সামরুল ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, ‘দল থেকেই বলা হয়েছে, এটি চূড়ান্ত মনোনয়ন নয়, তাই মানুষের ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। মাঠের খবর নিশ্চয়ই আমার নেতা, আমার দলের কাছে যাচ্ছে। আমি আশাবাদী, দল তৃণমূলের দাবি বিবেচনা করবে।’

সম্পর্কিত নিবন্ধ