ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। শুক্রবার সকালে ফতুল্লা এক অডোটিরিয়ামে  অনুষ্ঠিত এ সভায় শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক প্রতিনিধিরা ন্যায্য মজুরি, শ্রমিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা ও আবাসন সমস্যাসহ নানা দাবি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের দিয়ে শিল্প কারখানা চলে, অথচ তাদের অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না।

মতবিনিময় সভায় মাওলানা আব্দুল জব্বার বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। অথচ তাদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য আমীন আহমাদ মস্তান, কর্মপিরষদ সদস্য ও ৯নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যান সভাপতি মোঃ বেলায়েত হোসেন সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ সদস য

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ইসদাইর এলাকার আয়কর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বাসটির ভেতর ওই সময় ঘুমিয়ে ছিলেন চালক ও তাঁর সহকারী। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তাঁদের দাবি, আগুন লাগার পরপরই নিয়ন্ত্রণে আনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

চালক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শহরের ১ নম্বর রেলগেট এলাকার রাসেল গার্মেন্টসের শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় বাসটি। গতকাল রাত ১২টার পর শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় নামিয়ে সহকারী নয়নকে নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। জেগে দেখেন চালকের আসনের অংশে আগুন জ্বলছে। ওই মুহূর্তে দুজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তাঁরা পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।

বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, চালক ও সহকারীর সচেতনতায় বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলসংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • দায়িত্ব নিলেন নতুন ডিসি রায়হান কবির  
  • নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন
  • সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ 
  • খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল 
  • নারায়ণগঞ্জবাসী ফ্যাসিবাদকে মাথাচাড়া দেয়ার সুযোগ দেবে না : বাবুল
  • সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  
  • ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ
  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা