১৪০০ বছরের মধ্যে প্রথম নারী আর্চবিশপ নিয়োগ দিলো চার্চ অফ ইংল্যান্ড
Published: 3rd, October 2025 GMT
চার্চ অফ ইংল্যান্ড সারা মুল্লালিকে ক্যান্টারবেরির পরবর্তী আর্চবিশপ হিসেবে মনোনীত করেছে। এক হাজার ৪০০ বছরের পুরনো এই পদে প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সারার এই নিয়োগের ফলে আফ্রিকার রক্ষণশীল অ্যাংলিকানদের সমালোচনার মুখে পড়েছে চার্চ অফ ইংল্যান্ড। কারণ অ্যাংলিকানরা নারী বিশপের বিরোধিতা করেন।
মুল্লালি বিশ্বব্যাপী আট কোটি ৫০ লাখ অ্যাংলিকানদের আনুষ্ঠানিক প্রধানও হবেন। তার পূর্বসূরীদের মতো রক্ষণশীলদের মধ্যে - বিশেষ করে আফ্রিকায়, যেখানে কিছু দেশে সমকামিতা নিষিদ্ধ এবং সাধারণত পশ্চিমে আরো উদার খ্রিস্টানদের মধ্যে বিভেদ দূর করার ক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মুল্লালি।
ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার প্রথম ভাষণে ৬৩ বছর বয়সী সাবেক নার্স যৌন নির্যাতন কেলেঙ্কারি এবং চার্চকে প্রভাবিত করে এমন বিষয়গুলো এবং বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার পর ইহুদি-বিদ্বেষের নিন্দা করেছেন।
বিশ্বব্যাপী রক্ষণশীল অ্যাংলিকান গির্জাগুলোর দল গ্যাফকন এক বিবৃতিতে মুল্লালির নিয়োগের তাৎক্ষণিক সমালোচনা করে জানিয়েছে, এটি দেখায় যে চার্চের ইংরেজ শাখা ‘নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারিয়েছে।’
২০১৮ সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুল্লালি। এর আগে তিনি চার্চের অভ্যন্তরে বেশ কিছু উদারনৈতিক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নাগরিক অংশীদারিত্ব এবং সমকামী দম্পতিদের জন্য আশীর্বাদ প্রদান।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল
দেশের আলোচিত মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শুকরানা মিছিল করেছে।
আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের এ রায় দেশের জনগণের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আরও বলেন, বিচার বিভাগের এই সাহসী রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে।
শান্তিপূর্ণভাবে শুকরানা মিছিল সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।