কোল্ডপ্লের কনসার্টে ‘সাইয়ারা’ জুটি, প্রেম জমে উঠেছে?
Published: 13th, October 2025 GMT
‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও অনীত পড্ডার রসায়ন দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। পর্দা ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও নাকি তাঁরা চুটিয়ে প্রেম করছেন, সিনেমাটি মুক্তির পর থেকেই গুঞ্জনটা ছড়িয়েছে।
গুঞ্জনের মধ্যে দুজনকে একসঙ্গে শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে গুঞ্জন নিয়ে এখনো কোনো কথা বলেননি তাঁরা।
অনীত পড্ডার জন্মদিনে আজ কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন আহান পান্ডে। ছবির পাশাপাশি ভিডিও রয়েছে।
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাকিব, নিশো, সিয়াম, রাজ, শুভ—আইএমডিবিতে এগিয়ে কার সিনেমা
কোনো সিনেমা সম্পর্কে ধারণা নিতে আইএমডিবিতেই (ইন্টারনেট মুভি ডেটাবেজ) বেশি ঢুঁ মারেন সিনেমাপ্রেমীরা। চলতি বছর মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে কোন সিনেমা? এক হাজারের বেশি ভোট পেয়েছে যেসব সিনেমা, এ প্রতিবেদন তৈরিতে সেগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে।
‘উৎসব’ (৮.৪)
পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সে সিনেমাই একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। দর্শক পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।