আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ—বিশ্বকাপ! এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৪৮টি দেশ। দর্শকদের জন্য তাই নতুন এক অভিজ্ঞতা নিয়েই আসবে এই বিশ্বকাপ। গতকাল রাতে হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানও।

২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেট বিশ্বকাপও। টি-টোয়েন্টি সংস্করণের এই বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। ক্রিকেট বিশ্বকাপে এর চেয়ে বেশি দেশ এর আগে কখনোই অংশ নেয়নি। ২০২৪ সালে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দেশ খেলেছিল। এই বিশ্বকাপের সূচিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

পরপর দুটি বিশ্বকাপ দেখার প্রস্তুতি নেওয়া কোনো কোনো দর্শকের মনে একটা প্রশ্ন জাগতে পারে। কোন কোন দেশ এবারের ক্রিকেট ও ফুটবল দুই বিশ্বকাপেই খেলবে? এ সংখ্যা আসলে খুব একটা বেশি নয়—৭টি দেশ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের।

কাল ফুটবল বিশ্বকাপের ড্র হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ই ব শ বক প ফ টবল

এছাড়াও পড়ুন:

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল

নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে এখন থেকে ফার (প্রাণীর পশমে তৈরি উপকরণ) ব্যবহার নিষিদ্ধ। এই নিয়ম ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নিউইয়র্ক ফ্যাশন উইকের আয়োজক দ্য কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকা (সিএফডিএ) দাপ্তরিকভাবে বিষয়টি ঘোষণা করেছে। সিএফডিএর সঙ্গে এই উদ্যোগে শামিল হয়েছে হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস অ্যান্ড কালেকটিভ ফ্যাশন জাস্টিস।

সিএফডিএ জানিয়েছে, তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে অংশগ্রহণকারীদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্যই স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের মৌসুমটি (সেপ্টেম্বর ২০২৬) বেছে নেওয়া হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে ফারের ব্যবহার দেখা গেলেও যেতে পারে।

নিউ ইয়র্ক ফ্যাশন ইউকের একটি পর্বের জন্য ফারের পোশাকে মডেল

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখি দুই ‘গোলমেশিন’, দেশম বললেন, দারুণ হবে
  • বিশ্বকাপ ২০২৬: সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • ‘দৃশ্যম থ্রি’ নিয়ে নতুন খবর পাওয়া গেল
  • নাসা কি ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার বন্ধ করে দিচ্ছে
  • বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় বইমেলা’ 
  • গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি
  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল