মেঘনায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা
Published: 21st, October 2025 GMT
মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে গ্রেপ্তার ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
আর ৭ দিন নদী-সমুদ্রে মাছ না ধরার আহ্বান ঝালকাঠির ডিসির
৫০৮৫ অভিযানে ১৩০১ মামলা, ১০৪৭ জনকে কারাদণ্ড
ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ধরা, পরিবহন, বেচাকেনাও বন্ধ থাকবে।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘‘সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে গ্রেপ্তার ২৮ জেলের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’’
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, বাংলাদেশ কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদ রানা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
ঢাকা/পলাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মৎস য উপজ ল
এছাড়াও পড়ুন:
আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ইন্টারফেস
অ্যাপলের নতুন আইওএস অপারেটিং সিস্টেমে থাকা সবচেয়ে বেশি আলোচিত ‘লিকুইড গ্লাস’ সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের অ্যাপে নতুন ইন্টারফেস যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ব্যবহারকারীরা স্বচ্ছন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। কাচের মতো স্বচ্ছ ও আলোর প্রতিফলনের মিশেলে তৈরি এই ইন্টারফেসকে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় দৃশ্যগত পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অ্যাপলের লিকুইড গ্লাস সুবিধায় ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম রেন্ডারিং ও ডায়নামিক রিঅ্যাকশন মুভমেন্ট প্রযুক্তি, যা ব্যবহারকারীর নড়াচড়া ও আলোর প্রতিফলন অনুযায়ী পরিবর্তিত হয়। ফলে পর্দায় আলো, ছায়া ও গতির বাস্তব অনুভূতি তৈরি হয়, যা অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বাভাবিক করে তোলে। কনটেক্সট মেনুর নকশাও নতুনভাবে সাজানো হয়েছে। আর তাই ব্যবহারকারী যখন আইফোনের পর্দায় স্পর্শ করেন, তখন পর্দায় থাকা উপাদানগুলো দ্রুত সাড়া দেয়। বিষয়টি মাথায় রেখে লিকুইড গ্লাস সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের অ্যাপে নতুন ইন্টারফেস যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, উন্নত গ্রাফিকস ও রেন্ডারিং প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন ইন্টারফেসটি তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপের আইওএস ২৫. ২৮. ৭৫ সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাবে। এ বিষয়ে ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন ইন্টারফেসে রিফ্লেকটিভ প্রোপারটিক ও রিভ্যামড সিস্টেম কি–বোর্ড যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপজুড়ে থাকা বাটনের নতুনভাবে নকশা করা হয়েছে, যেগুলো স্পর্শের সঙ্গে সঙ্গে ফ্লুইডের মতো অ্যানিমেশনে সাড়া দেয়। বর্তমানে এটি সীমিতসংখ্যক আইফোন ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, লিকুইড গ্লাস ইন্টারফেসটি সেপ্টেম্বর মাস থেকেই পরীক্ষামূলকভাবে চালু করার কথা ছিল। এবার সুবিধাটি সীমিতভাবে প্রকাশ করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া