জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
Published: 21st, October 2025 GMT
আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার জামায়াতে ইসলামী নিয়ে কথা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় যেতেই পারবে না। আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।
এক দিন আগেই ঢাকায় সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির যেভাবে জয়ী হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তেমন ‘নীরব ভোটবিপ্লব’ হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, ‘জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না।’ কেন তা মনে করছেন, তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর ‘অন্ধকারে’ ফেরানো যাবে না।
জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের দল এনসিপির সঙ্গে শুরুতে নানা প্রশ্নে জামায়াতের মিল থাকলেও জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার পর দৃশ্যপট বদলে গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত রোববার এক ফেসবুক পোস্টে পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের চলমান আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ আখ্যায়িত করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি জামায়াত। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি।
আরও পড়ুনছাত্র সংসদের মতো ‘ভোটবিপ্লব’ জাতীয় নির্বাচনেও হবে: জামায়াত নেতা রফিকুল২০ অক্টোবর ২০২৫নাহিদের ওই বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা চলার মধ্যেই দুদিন বাদে জামায়াতকে নিয়ে লিখলেন তার দলীয় সহকর্মী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, ‘আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।’
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না।’
আরও পড়ুননাহিদ কেন জামায়াত নিয়ে এই বক্তব্য দিলেন, আলোচনা রাজনীতিতে২০ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স র দ দ ন প টওয় র ক ষমত য় য স ব ধ নত র জন ত ইসল ম এনস প
এছাড়াও পড়ুন:
সামিউলের দিনে ১২ বছরের নন্দিনীর আলো
দুপুর গড়াতেই মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সে দর্শকের ভিড়। সংবাদকর্মীরাও কম ছিলেন না। সবার চোখ সামিউল ইসলামের দিকে।
দিনের শুরুতে রেকর্ড গড়া সামিউল দিনের শেষ ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলে ভেঙেছেন মাহফিজুর রহমানের এক যুগের পুরোনো রেকর্ড। ৩৪তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আজ হওয়া ৭ রেকর্ডের ৪টিই তাঁর। এমন রেকর্ডময় দিনে ডাইভিংয়ে আলো কেড়েছে ১২ বছরের নন্দিনী পাহান।
জাতীয় সাঁতারে এত দিন মেয়েদের ডাইভিং ছিল না। এবার তা যোগ হয়েছে। প্রথমবারেই বিকেএসপিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নন্দিনী ডাইভিংয়ের দুই ইভেন্টে সোনা জিতেছে।
আগের দিন ১ মিটার স্প্রিং বোর্ডে সোনা জেতার পর আজ ৩ মিটারেও প্রথম হয়ে উচ্ছ্বসিত নন্দিনী বলল, ‘আমি দুটিতে প্রথম হয়েছি। খুব ভালো লাগছে। ডাইভিংয়ে একদিন দেশসেরা হতে চাই।’
আজ ৩ মিটার স্প্রিং বোর্ডে সোনা জিতেছে নন্দিনী