জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নামের প্রজ্ঞাপন প্রকাশের পর সেখানে এমন কিছু নাম পাওয়া যায়, যাঁদের মৃত্যু জুলাই শহীদ হিসেবে সরকারের নির্ধারণ করে দেওয়া সংজ্ঞায় পড়ে না। গত ১৫ সেপ্টেম্বর এমন ৫২ জনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।

‘জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ’ শিরোনামের প্রতিবেদনটি প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। পাশাপাশি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংবাদ–সংক্রান্ত ফটোকার্ড ও ভিডিও এক্সপ্লেইনার প্রকাশ করা হয়।

সম্প্রতি দেখা যাচ্ছে, প্রথম আলোর সংবাদ ও এক্সপ্লেইনারের খণ্ডিত অংশ বিভ্রান্তিমূলক ক্যাপশন ও থাম্বনেইল দিয়ে ফেসবুকে ছড়ানো হচ্ছে। সর্বশেষ সোমবার ‘বাংলা নিউজ নেটওয়ার্ক’ নামে একটি ফেসবুক পেজে এমন একটি খণ্ডিত ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে ক্যাপশন ও থাম্বনেইলে লেখা হয়, ‘মানুষ হত্যার গুজব ছড়িয়ে হয়েছিল জুলাই আন্দোলন’। ভিডিওটির মধ্যে আরও লেখা হয়, ‘প্রথম আলো সংবাদ বর্ণনা করছেন জুলাইয়ে কীভাবে গুজবের কারখানা নির্মাণ করা হয়।’

বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে প্রকাশ করা ভিডিওটি মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ।

অনুসন্ধানী ওই প্রতিবেদনের খণ্ডিত অংশ বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিকৃতভাবে উপস্থাপনের বিষয়টি প্রথম আলোর নজরে এসেছে। সজীব ওয়াজেদ ও বাংলা নিউজ নেটওয়ার্ক পেজে ভিডিওটি বুধবার আর দেখা না গেলেও ক্যাপশন রয়েছে। অন্য নানা পেজে ভিডিওটি দেখা যাচ্ছে।

এমন ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে, যেখানে প্রথম আলোর খণ্ডিত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চলছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র ক য পশন ফ সব ক প রক শ

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

আরো পড়ুন:

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ