জেমস বললেন, ‘হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট’
Published: 23rd, October 2025 GMT
বেশ কিছুদিন ধরেই সংগীতাঙ্গনে কানাঘুষা, আবার বিয়ে করেছেন রকস্টার জেমস। ঢাকার কয়েকটি কনসার্টে নাকি সস্ত্রীক তাঁকে দেখাও গেছে। কাছের মানুষ জানলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেননি তিনি। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার কারণেই নাকি বিষয়টি নিয়ে তখন কথা বলতে চাননি নগরবাউল। চার মাস আগে, গত জুনের দ্বিতীয় সপ্তাহে তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। মঙ্গলবার বিষয়টি জানতে প্রথম আলো থেকে যোগাযোগ করা হলে অবশেষে সাড়া দেন জেমস, অকপটে জানালেন, গুঞ্জন সত্য।
আরও পড়ুনবিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস ১৭ ঘণ্টা আগেমঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলা।
জেমস সম্পর্কে জানতেন না নামিয়া
প্রথমেই জিজ্ঞেস করি, আমরা তো জানতাম বেনজীর সাজ্জাদের সঙ্গে আপনার সংসার। জেমস জানালেন, তাঁর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হয় ২০১৪ সালে। তবে এটা নিয়ে কখনো কথা বলেননি। জানালেন, কন্যাসন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনজীর। আর এই সময়ে দেশে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না। কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন। তবে সন্তানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। চলতি বছরও যুক্তরাষ্ট্র সফরের সময় মেয়ে জাহানের সঙ্গে দেখা করেন জেমস।
বেনজীরের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর জেমসের জীবনে নামিয়া আমিনের আগমন। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে তাঁর সঙ্গে পরিচয়। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা, এরপর মুঠোফোন নম্বর বিনিময়। শুরু হয় ফোনে বার্তা আদান-প্রদান। এ যোগাযোগ থেকে প্রণয়, এরপর একসঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা। সম্পর্ক নিয়ে জেমস দিয়েছেন মজার তথ্য। সেদিন ঠিক কনসার্ট ছিল না, একদম ঘরোয়া এক আয়োজন। সেখানেই দেখা, তবে ভক্ত হিসেবে জেমসের প্রেমে পড়েননি নামিয়া। সত্যি বলতে কি, জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেনও না তিনি!
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র সন ত ন
এছাড়াও পড়ুন:
না’গঞ্জবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে পূজা পরিষদ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা মায়ের পূজা বা দীপাবলি উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, "শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ২০২৫ ইং" বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে সবাইকে শ্যামা পূজার শুভেচ্ছা। শুভ দীপাবলীর মঙ্গলঘট ও প্রতিমা দর্শন।
সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা। হেমন্তের আগমনে শিশির সিক্ত সন্ধ্যায় ঘরে ঘরে জ্বলে উঠবে শুভ দীপাবলীর মঙ্গল প্রদীপ। অমাবস্যার নিশীথে অপরুপ সাজে সাজবে শহর -নগর-গ্রাম সর্বত্র। মনে করিয়ে দেয় শ্রীশ্রী শ্যামা মায়ের আগমনী বার্তা।
মা মঙ্গলরুপী ধরনীতে শান্তির বার্তা নিয়ে আসেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই বিশ্বাস সনাতনীরা লালন করেন যুগযুগ ধরে। আমরা সকলেই প্রার্থনা করি মা সবার মঙ্গল করুক।