সিলেট চেম্বারের নির্বাচনপূর্ব তফসিল অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আদালত এমন নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেল থেকে পরিচালক পদপ্রার্থী আবদুর রহমান রিপন। উচ্চ আদালতে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে রিট করেন পরিচালক পদপ্রার্থী কামরুল হামিদ। আদালতের নির্দেশনার বিষয়ে কামরুল হামিদের আইনজীবী ইসমাইল হোসেন বলেন, আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্বাচন স্থগিতের চিঠির কার্যকারিতা স্থগিতের আদেশ দিয়েছেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন।

চেম্বার সূত্রে জানা যায়, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সিলেট চেম্বারের প্রশাসক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন প্রথম আলোকে বলেন, দাপ্তরিকভাবে আদালতের নির্দেশনার কোনো চিঠি এখনো তিনি পাননি। তবে মুঠোফোনে উচ্চ আদালতের নির্দেশনার একটি কপি পেয়েছেন।

সিলেট চেম্বারের এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। নির্বাচনের প্রস্তুতির মধ্যে চেম্বারের কয়েকজন সাধারণ সদস্য ভোটার তালিকা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক চিঠিতে সদস্য তালিকা হালনাগাদ করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই চিঠির পরিপ্রেক্ষিতে চেম্বারের নির্বাচন স্থগিত ঘোষণা করেন সরকার নিযুক্ত প্রশাসক।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন স্থগিতের নির্দেশনার পর উচ্চ আদালতের শরণাপন্ন হন নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী। তাঁদের রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিতের বিষয়টি স্থগিত করেন এবং নির্ধারিত দিনে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।

সিলেট চেম্বারের নির্বাচনে ব্যবসায়ীরা দুটি প্যানেলে অংশ নিচ্ছেন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম নামের এ দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচন স্থগিত ঘোষণার পর গত সোমবার সিলেট জেলা প্রশাসককে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। একই দাবিতে ওই দিন সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী ফোরামের নেতারাও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পর প র ক ষ ত ব যবস য়

এছাড়াও পড়ুন:

সিরিয়ার আইএসের হামলায় ২ মার্কিন সেনা নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘সবাই জেনে রাখুন—আপনি যদি বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান, তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।’

আরও পড়ুনট্রাম্প–শারা বৈঠক শেষে ঘোষণা: আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া১১ নভেম্বর ২০২৫

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, সিরিয়ার পালমিরায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

পেন্টাগনের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এমন একটি এলাকায় এই হামলা হয়েছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।’ তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, সম্ভবত আইএস এই হামলা চালিয়েছে।

সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া। এই বৈশ্বিক জোটের লক্ষ্য, আইএসের অবশিষ্ট অংশগুলোকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফর করেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন। এ সফর দুই দেশের জন্য একটি ‘নতুন যুগ’-এর সূচনা বলে উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ