বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান আলিফ মাহমুদ।

শনিবার রাজধানীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। আলিফ মাহমুদের হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেন অতিথিরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো.

এহছানুল হক,প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার,উপ–প্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ,কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
পদক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আলিফ মাহমুদ বলেন, ‘পাঁচ বছরের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অপেক্ষার পরে আজ এই স্বীকৃতি।

জাতীয় পর্যায়ে নিজের পরিচয় তৈরি করা সহজ ছিল না, তবে আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। সবাই দোয়া করবেন যেন আদর্শ মানুষ ও আদর্শ স্কাউট হিসেবে দেশের সেবা করে যেতে পারি।’

আলিফ মাহমুদের এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নির্বাচনের পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। নির্বাচনের পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে।’

আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক মাথাল মার্কার সমর্থনে আয়োজিত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনের সঙ্গে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগোতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানাভাবে অনেক গোষ্ঠী চেষ্টা করছে, তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে।’

শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্যসচিব ফারজানা জেসমিন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ