ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: সাদিক কায়
Published: 6th, December 2025 GMT
ঠাকুরগাঁও–২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “আমরা বিশ্বাস করি, তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব।’’
তিনি বলেন, ‘‘দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সঙ্গে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে সাদিক কায়েম এসব কথা বলেন। উপজেলা জামায়াত সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বত্র তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। বাংলাদেশে আজ একটি বিশাল পরিবর্তনের ঢেউ উঠেছে। কৃষক, শ্রমিক, রিকশাচালক—সব শ্রেণির মানুষই দাঁড়িপাল্লার প্রতিনিধিদের নির্বাচিত করতে উদগ্রীব।’’
সাদিক কায়েম আরো বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীর জায়গা থাকবে না। ইনসাফের প্রতীকের প্রতিনিধিরা একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়তে কাজ করবে।”
ঢাকা/হিমেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বন্ধুদের নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছেন এক কিশোর। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্নালংকার উদ্ধার সহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
শনিবার (৬ নভেম্বর) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে তাদের ৩ জনকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্য তথ্য উদঘাটন করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে রশিদের বাড়ীতে ছেলে শাহরিয়ারের হাত পা বেধে মারধোর করে আলমারী ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
এদিকে, শুক্রবার রাতে রশিদের ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দেয়। এসময় শাহ আলম টাকারর উৎস জানায় । পরে স্থানীয়রার জানতে পেরে শাহরিয়ার, নাবিল ও শাহ আলমকে আটক করে ধোলাই দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজা টাকা ও ২ ভরি স্বর্নালংকার উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন দুপুরে বাড়ীতে ডাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করেছেন।