আগের পর্বআরও পড়ুনক্যাপটা উড়ে পাশের ম্যানহোলে গিয়ে পড়েছে০৪ ডিসেম্বর ২০২৫
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ফুল, শুভেচ্ছা কিছুই লাগবে না’—বিবাহবার্ষিকীতে স্বামীর উদ্দেশে কনকচাঁপার খোলা চিঠি
বিবাহবার্ষিকী শুধু একটি দিন নয়, এটি সম্পর্কের পথচলার নতুন অধ্যায়। এমনই অধ্যায়ে ৪১তম বিবাহবার্ষিকীতে স্বামী, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খানের উদ্দেশে আবেগঘন চিঠি লিখেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই চিঠিতে কনকচাঁপা শুধু স্মৃতি ও ভালোবাসার কথাই বলেননি; বরং নিজেদের সম্পর্কের অন্তর্নিহিত শক্তি, সন্তুষ্টি ও আত্মতৃপ্তির বিষয়ও তুলে ধরেছেন।
১৯৯৩ সালে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনের ভেতরে তোলা ছবিতে মইনুল ইসলাম খান ও কনকচাঁপা।