স্টাবস–বাভুমার জুটির পর কুলদীপের আঘাত, দিন শেষে স্বস্তিতে ভারত
Published: 22nd, November 2025 GMT
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা: ৮১.৫ ওভারে ২৪৭/৬ (স্টাবস ৪৯, বাভুমা ৪১, মার্করাম ৩৮, রিকেলটন ৩৫; কুলদীপ ৩/৪৮)।
ব্যাটিংয়ে ‘শুরুটা’ ভালো হওয়া জরুরি, কিন্তু ‘শেষটা’ ভালো হওয়া তার চেয়েও বেশি জরুরি।
গুয়াহাটি টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু দিনের শেষটা মনে হয় না তাদের মনমতো হয়েছে। প্রোটিয়া ব্যাটসম্যানরা উইকেটে এলেন, দেখলেন, থিতুও হলেন—কিন্তু কেউই নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে তাই ৬ উইকেটে ২৪৭ রান।
মাত্র প্রথম দিন শেষ হলো, তাই একেবারে খারাপও বলা যাবে না। তবে বিনা উইকেটে ৮২ রান করা দলের জন্য এটা খুব ভালোও বলা যাচ্ছে না। ভারতের হয়ে বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব নিলেন ৩ উইকেট। আর যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা পেলেন ১টি করে।
আরও পড়ুনমিরপুর টেস্ট: জয় থেকে ৪ উইকেটে দূরে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ১৯ নভেম্বর ২০২৫শুরুতে কিছুটা ভাগ্যের ছোঁয়া পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। বুমরার বলে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুল যখন এইডেন মার্করামের ক্যাচ ছাড়েন, তাঁর রান মাত্র ৪। জীবন পেয়ে মার্করাম রায়ান রিকেলটনকে নিয়ে প্রথম ঘণ্টায় যোগ করলেন ৩৪ রান।
উইকেটে বাউন্স ছিল, স্পিনও ধরছিল। তবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার দেখে মনে হচ্ছিল, প্রথম সেশনটা তাঁরা নির্বিঘ্নেই পার করে দেবেন। কিন্তু চা বিরতির ঠিক আগমুহূর্তে সেই বুমরাই ফেরালেন মার্করামকে (৩৮)। বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড-এজ হয়ে বোল্ড! ৮২ রানে ১ উইকেট নিয়ে বিরতিতে গেল দক্ষিণ আফ্রিকা।
রিকেলটন ও মার্করাম মিলে ভালো শুরু এনে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র কর ম উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো আটক
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে আটক করা হয়েছে। আজ শনিবার দেশটির ফেডারেল পুলিশ তাঁকে আটক করে। তাঁর আইনজীবী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তবে বলসোনারোর আইনজীবী সেলসো ভিলারদি আটকের কারণ সম্পর্কে কিছু জানাননি। তবে বিষয়টি সম্পর্কে অবগত, এমন এক ব্যক্তি বলেছেন, গৃহবন্দীর শর্তাবলির সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেডারেল পুলিশের এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, আজ সকালে ব্রাসিলিয়ায় বলসোনারোর প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা হয়েছে।
ব্রাজিলের সাবেক ডানপন্থী এই নেতা ২০২২ সালের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন। ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার দায়ে গত সেপ্টেম্বরে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে ওই মামলায় এখনো চূড়ান্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। কারণ, বলসোনারো এখনো তাঁর আপিলের প্রক্রিয়া পুরোপুরি শেষ করেননি। পৃথক আরেকটি মামলায় তিনি ১০০ দিনের বেশি সময় ধরে গৃহবন্দী। নিজের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডানপন্থী সাবেক এই প্রেসিডেন্টকে আটকের ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট।