পশ্চিমাদের প্রবল চাপ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শাস্তিমূলক শুল্ক আরোপ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করতে চলমান আলোচনা—কোনো কিছুই যে রাশিয়া–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি সে প্রমাণ বিশ্বের সামনে দৃঢ়ভাবে তুলে ধরেছেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি।

৩০ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে গত বৃহস্পতিবার রাতে ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে রাশিয়া-ভারত বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় নেতা তাঁদের সম্পর্ককে স্থিতিশীলতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘শুকতারার মতো অবিচল’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিন ‘বাহ্যিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ’ গড়ে রাশিয়ার সঙ্গে ‘দ্বিপক্ষীয় বন্ধন আরও দৃঢ়’ করার জন্য মোদির প্রশংসা করেছেন।

ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছান পুতিন। তাঁকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙে বিমানবন্দরে নিজে উপস্থিত ছিলেন মোদি, এমনটা সাধারণত দেখা যায় না।

রাতের খাবারের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার সময় দুই নেতা একই গাড়িতে ছিলেন, এটি ‘লিমো কূটনীতি’ নামে পরিচিত। পুতিন প্রায়ই তাঁর লিমোজিন ‘অরাস সেনাট’ এ বসে আলোচনা সারেন।

এ শীর্ষ সম্মেলন দুই দেশের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিবহন ও রাসায়নিক খাতজুড়ে একাধিক বাণিজ্য চুক্তি করার একটি মঞ্চ তৈরি করেছে।

জ্বালানি, কৃষি এবং ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণ করতে গতকাল দুই পক্ষের একাধিক মন্ত্রীদের মধ্যে সমঝোতা স্মারকও বিনিময় হয়েছে।

মোদি বলেন, এসব সমঝোতা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা ভারত-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা প্রকল্পের অধীন ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।

দুই দেশ ১০ হাজার কোটি মার্কিন ডলারের উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এদিন পুতিন বলেন, ‘রাশিয়া ভারতকে অব্যাহতভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত।’ পশ্চিমাদের কাছে এটা নিশ্চিতভাবেই একটি বড় বার্তা।

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ভারতের জন্য ভূরাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে।

যুক্তরাষ্ট্র মনে করে, তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে।

বিশেষজ্ঞরা মনে করেন, এর মধ্য দিয়ে পুতিন বলতে চেয়েছেন, মস্কো একা হয়ে যায়নি এবং ক্রেমলিনকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় শাস্তি হিসেবে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় পণ্যের ওপর আগে থেকে আরোপ করা ২৫ শতাংশ বাণিজ্য শুল্কের সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে মোট শুল্ক এখন ৫০ শতাংশ।

পুতিন-মোদি বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হলো এবং দ্বিপক্ষীয় অর্জনই–বা কী, দেখে নেওয়া যাক:

ভারত ও রাশিয়া তাদের গভীর সম্পর্কে দৃঢ়তা নিশ্চিত করেছে

এ শীর্ষ সম্মেলন দুই দেশের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিবহন ও রাসায়নিক খাতজুড়ে একাধিক বাণিজ্য চুক্তি করার একটি মঞ্চ তৈরি করেছে।

তবে বিশ্লেষকেরা মনে করেন, রাজনৈতিক বার্তা দেওয়ার দিক থেকে এ সম্মেলন আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।

২০০০ সাল থেকে রাশিয়া ও ভারত বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজন করছে, যেখানে এক বছর ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যান, পরবর্তী বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসেন।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভূরাজনৈতিক বিশ্লেষক হার্শ পান্ত বলেন, ‘শীর্ষ সম্মেলনের সবচেয়ে বড় বার্তা হলো, দুই পক্ষের কারও নিজেদের মধ্যে সম্পর্ক দুর্বল করার কোনো ইচ্ছা নেই এবং যেকোনো বাহ্যিক চাপের মুখেও এ সম্পর্কে স্থির থাকার প্রস্তুতি তাদের রয়েছে।’

এ বিশ্লেষক আরও বলেন, ‘দুই দেশ তেল ও প্রতিরক্ষা খাত ছাড়াও নিজেদের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। এটি ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আজকের বাস্তবতার সঙ্গে খাপ খায় না।’

গতকালের বৈঠকের পর দুই নেতা সংবাদ সম্মেলনে আসেন এবং বিবৃতি দেন। তবে তাঁরা কেউ কোনো প্রশ্ন নেননি।

পুতিন তাঁর বক্তব্য এ বলে শেষ করেন যে রুশ প্রতিনিধিদল সেসব চুক্তি নিয়ে সন্তুষ্ট, যা দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করবে। তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, তাঁরা নিয়মিত ফোনালাপ করেন।

শীর্ষ সম্মেলনের সবচেয়ে বড় বার্তা হলো, দুই পক্ষের কারও নিজেদের মধ্যে সম্পর্ককে দুর্বল করার কোনো ইচ্ছা নেই এবং যেকোনো বাহ্যিক চাপের মুখেও দ্বিপক্ষীয় সম্পর্কে স্থির থাকার প্রস্তুতি তাদের রয়েছে।—হার্শ পান্ত, নয়াদিল্লিভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক

এদিকে মোদি বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি বাণিজ্য ও বিনিয়োগ বৈচিত্র্যময়, ভারসাম্যপূর্ণ ও টেকসই করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। রপ্তানি, যৌথ উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ আরও বাড়ানো তাদের এ লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত।

মোদি আরও বলেন, ‘ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে একে অপরকে সমর্থন করে এসেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।’

ইউক্রেন প্রসঙ্গে রাশিয়াকে চাপ দেয়নি ভারত

২০০০ সাল থেকে রাশিয়া ও ভারত বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজন করছে, যেখানে এক বছর ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যান, পরবর্তী বছরে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর এ নিয়মে ব্যত্যয় ঘটেছিল। পরে ২০২৪ সালে মোদির রাশিয়া সফরের মধ্য দিয়ে তা আবার শুরু হয়েছে।

রাশিয়া থেকে যাত্রা শুরু করার পর ভারতে পুতিনের ৩০ ঘণ্টার এ সফর বাকি বিশ্বনেতাদের কাছে একটি স্পষ্ট বার্তা। এমন এক সময়ে তিনি নয়াদিল্লি সফরে এসেছেন, যখন ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে উপনীত হতে তাঁর ওপর চাপ ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এর মধ্য দিয়ে পুতিন বলতে চেয়েছেন, মস্কো একা হয়ে যায়নি এবং ক্রেমলিনকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের মিত্র ইউরোপ ও যুক্তরাষ্ট্র আশা করেছিল, নয়াদিল্লি পুতিনকে শান্তিচুক্তিতে সম্মত হতে প্ররোচিত করবে। কিন্তু ভারত ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর কোনো চাপ দেয়নি।

বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে এক গাড়িতে মোদির বাসভবনে যান দুই নেতা নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন। ৪ ডিসেম্বর, ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র জন ত ক ইউক র ন মন ত র র জন য র ওপর ত সফর

এছাড়াও পড়ুন:

গণিত: প্রশ্নগুলো সংক্ষিপ্ত, তাই উত্তরও হবে ছোট

গণিত: প্রশ্ন নম্বর–৩ 

প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় গণিত বিষয়ে ৩ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ওপর। পুরো পাঠ্যবই থেকে ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ১৬টিরই সঠিক উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১৬। আজ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।

প্রশ্ন: গুণ্য, গুণক ও গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে?

উত্তর: শূন্য অথবা এক হলে।

প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাকে কী বলে?

উত্তর: গুণ্য।

প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয়, তাকে কী বলে? 

উত্তর: গুণক।

প্রশ্ন: গুণ্য বা গুণক যেকোনো একটির মান শূন্য হলে গুণফল কত হবে? 

উত্তর: শূন্য (০)। 

আরও পড়ুনগণিত: টিক দাও, ৩০ নম্বর পাও০২ ডিসেম্বর ২০২৫

প্রশ্ন: একটি কলমের দাম ৩৩ টাকা হলে ১১০টি কলমের দাম কত?

উত্তর: ৩৬৩০ টাকা।

প্রশ্ন: রাস্তা মেরামতের জন্য একটি পরিবার ২৫০ টাকা দিলে ৩২৪টি পরিবার মোট কত টাকা দেবে।

উত্তর: ৮১০০০ টাকা। 

প্রশ্ন: একটি মোবাইল ফোনের দাম ৯৯৯ টাকা হলে ৪৫টি মোবাইল ফোনের দাম কত?

উত্তর: ৪৪৯৫৫ টাকা।

প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?

উত্তর: ৭৮৮৪০ টাকা।

প্রশ্ন: ভাজক ১, ভাজ্য ১, ভাগফল ১ হলে, ভাগশেষ কত হবে?

উত্তর: ০।

প্রশ্ন: দুটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে অপর সংখ্যাটি কত?

উত্তর: ৪৮। 

প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২২৫, একটি সংখ্যা ২৫ হলে অপর সংখ্যাটি কত?

উত্তর: ৯।

প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে?

উত্তর: ভাজ্য।

প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয়, তাকে কী বলে?

উত্তর: ভাজক। 

প্রশ্ন: ‘ভাগশেষ

উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট।

প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত? 

উত্তর: ৯৮।

প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায়, তাকে কী বলে?

উত্তর: ভাগফল। 

প্রশ্ন: একটি সামাজিক কাজে ৩৬৭টি   পরিবার ১০ টাকা করে দিলে মোট কত টাকা হয়?

উত্তর: ৩৬৭০ টাকা।

প্রশ্ন: একটি বই তৈরিতে ১২৮ তা কাগজ লাগলে ১০টি বই তৈরি করতে কত তা কাগজ লাগবে?

উত্তর: ১২৮০ তা।

প্রশ্ন: একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?

উত্তর: ৫০০টি ।

প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?

উত্তর: প্রথমে।

প্রশ্ন: একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?

উত্তর: ৩১২৫ টাকা

প্রশ্ন: রফিক সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা করেন। ১ বছরে তাঁর কত টাকা জমা হবে?

উত্তর: ৫০৪০ টাকা।

প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

উত্তর: ২০ লিটার।

প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত? 

উত্তর: ৭৫০ টাকা।

প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর ও কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

উত্তর: ৪৪ বছর।

প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর ও পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?

উত্তর: ৪ গুণ।

প্রশ্ন: একটি ডিমের দাম ৭ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?

উত্তর: ১০৫ টাকা।

প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?

উত্তর: ২০ টাকা।

প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ হলে ভাজ্য কত?

উত্তর: ১৯৫০।

প্রশ্ন: তিনটি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?

উত্তর: ২৪ টাকা।

রতন কান্তি মণ্ডল, মাস্টার ট্রেইনার, শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ