সোনারগাঁয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
Published: 6th, December 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর উপজেলার সুখেরটেক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় জানায়, দুপুরে ডোবাতে মাছ ধরা জন্য দুই শিশু পানিতে নামে। এসময় তারা লাশটি দেখে স্থানীয়দের জানালে পরে তারা পুলিশকে খবরদেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।
.উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিন শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, ২ নং রেলগেট, ডিআইটি ও মন্ডলপাড়া হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি, শাসন ব্যবস্থা ও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। তাই আমরা এবার দেশ জাতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ-৪ আসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের রাস্তাঘাটের যে দুরাবস্থা তা নিরসন, জলবদ্ধতা ও গ্যাস সংকট সমাধান করবো।