আড়াইহাজারে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার
Published: 6th, December 2025 GMT
আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান। উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন, নরসিংদী ও মাধবদী থেকে ডাইংয়ের কেমিক্যালের বিষাক্ত পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদ নদী দূষণ করছে, এ অঞ্চলে শতাধিক সাইজিং মিল ও ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশ নষ্ট হচ্ছে।
যে সকল প্রতিষ্ঠান নদ, নদী এবং পরিবেশ দূষণ করে নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের জীবনের ক্ষতি করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। প্রধান অতিথি আশ্বস্ত করেন আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান আলোচক বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। সেমিনারে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র পর ব শ
এছাড়াও পড়ুন:
আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির শয্যা পাশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) ডেঙ্গু জ¦রে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
অধ্যাপক মামুন মাহমুদ সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধরন সম্পাদক মোঃ হানিফ সহ নেতৃবৃন্দ।