বিপিএল কিংবা আরও নির্দিষ্ট করে বললে কুমিল্লা ভিক্টোরিয়ানসের একরকম সমার্থকই হয়ে উঠেছিল মোহাম্মদ সালাহউদ্দীন নামটা। সব মিলিয়ে চারবার ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে জিতেছেন বিপিএলের ট্রফি।  

গত আসর থেকে বিপিএলে নেই কুমিল্লা ভিক্টোরিয়ানস। সালাহউদ্দীনও এখন কাজ করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের নতুন আরেকটি মৌসুম।

এই টুর্নামেন্টটাকে কি মিস করেন? আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দীন বলেছেন, ‘আমি স্বাভাবিকভাবে কোনো কিছু মিস করি না।’

সালাহউদ্দীন আসলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাদা বলের ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলনের পর। বিপিএলের আগে ফাঁকা সময়ে ৬ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশেষ এই ক্যাম্প হচ্ছে।

কেন এই অনুশীলনের আয়োজন তা নিয়ে সালাহউদ্দীন বলেছেন, ‘উন্নতির কোনো শেষ নেই। আর স্বাভাবিকভাবে আপনারা অনেক সময় বলেন যে স্কিলের ঘাটতি আছে। এই জায়গায় উন্নতি করারও কোনো সময়-টময় পাই না। কারণ এত আন্তর্জাতিক ব্যস্ততা থাকে।’

বাংলাদেশ জাতীয় দলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন ব প এল

এছাড়াও পড়ুন:

ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ও খুরশীদ পুনর্নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি পদে মো. শহিদুল ইসলাম আর সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন মেয়াদে তাঁদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ রয়েছেন।

নির্বাহী সদস্যরা হলেন আমীর হামযা চৌধুরী, মো. নিজাম উদ্দিন, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার এ এইচ এম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মো. আবদুল্লাহ মজুমদার ও ফখরুল ইসলাম।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম আর কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ