Risingbd:
2025-12-06@11:33:35 GMT

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

Published: 6th, December 2025 GMT

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

বদলি আদেশের তথ্য অনুযায়ী, নগরীর কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

খুলনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বায়েজিদ বোস্তামি থানার ওসি জসীম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁওয় থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায়, খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর থানায় ও ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

এছাড়া, চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর থ ন য় বদল

এছাড়াও পড়ুন:

ডিএমপির ১৩ উপকমিশনার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লটারি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ উপকমিশনারকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০ থানার ওসিদের রদবদলের কথা জানানো হয়।

আজ ডিএমপির উপকমিশনার ও ওসিদের বদলির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেই লটারিতে নির্বাচিত হওয়া ডিএমপির কর্মকর্তাদের বিষয়ে পদায়নের আদেশ জারি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। গত সোমবার একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। এর আগে গত ২৪ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করা হয়েছিল। পরে ২৬ নভেম্বর নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএমপির ১৩ উপকমিশনার বদলি
  • নির্বাচন সামনে রেখে ঢাকার ৫০ থানার ওসি বদলি
  • ডিএমপির ৫০ থানার ওসি বদল
  • গাড়ি থামিয়ে কাচে চাপাতির কোপ, একজন বলতে থাকেন, ‘গুলি কর, গুলি কর’