বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আজ শনিবারও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকে দূর থেকে এসেছেন শুধু তাকে এক নজর দেখার আশায়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে, যা আরও পেছাতে পারে। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও ঢাকায় এসেছেন। তিনি গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে হেপাটাইটিস বি–এর টিকা নিয়ে সন্দিহান পরামর্শক প্যানেল, নতুন সুপারিশ

যুক্তরাষ্ট্রে সব নবজাতককে হেপাটাইটিস বি–এর টিকা দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ভোট দিয়েছে পরামর্শক প্যানেল। গতকাল শুক্রবার এ ভোটাভুটি হয়। পরামর্শক প্যানেলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট কেনেডি জুনিয়রের হাতে নিয়োগ পাওয়া। কেনেডি জুনিয়র টিকাবিরোধী হিসেবে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে বলা হয়েছিল, হেপাইটিস বি আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া নবজাতক ছাড়া বাকি সব শিশুকে জন্মের পরপরই তিন ডোজ হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ দিতে হবে। এর মূল উদ্দেশ্য, যেসব অন্তঃসত্ত্বা মা জানেন না যে তাঁরা হেপাটাইটিস বি–তে আক্রান্ত বা পরীক্ষায় ভুল করে হেপাটাইটিস বি ধরা পড়েনি, তাঁদের থেকে শিশুদের মধ্যে সংক্রমণ প্রতিরোধ করা। ফলে দেশটির তরুণদের মধ্যে প্রাণঘাতী লিভারের রোগের সংক্রমণ অনেকটা নির্মূল করা সম্ভব হয়েছিল।

এক দিন দেরি করার পর গতকাল শুক্রবার পরামর্শক প্যানেল নতুন সুপারিশ নিয়ে ভোটাভুটি করে। সুপারিশটি ৮–৩ ভোটে পাস হয়। সুপারিশ অনুযায়ী, এখন থেকে মায়ের হেপাটাইটিস বি পরীক্ষা নেগেটিভ হলে শিশুর জন্য স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে পরামর্শ করে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোটাভুটিতে এক দিন দেরি করার পর গতকাল পরামর্শক প্যানেল নতুন এক সুপারিশ নিয়ে ভোটাভুটি করে। সুপারিশটি ৮–৩ ভোটে পাস হয়। সুপারিশ অনুযায়ী, এখন থেকে মায়ের হেপাটাইটিস বি পরীক্ষা নেগেটিভ হলে শিশুর জন্য স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে পরামর্শ করে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্যানেল মনে করে, জন্মের সময় ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এর লাভ, ঝুঁকি ও সংক্রমণের আশঙ্কা—সবকিছু বিবেচনা করা উচিত।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি একে ‘অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন।

তবে চিকিৎসাবিষয়ক কয়েকটি সংগঠন তাৎক্ষণিকভাবে নতুন সুপারিশের নিন্দা জানিয়েছে।

আরও পড়ুনটিকার সঙ্গে আসলে কি অটিজমের সম্পর্ক আছে, কেন ট্রাম্প এমন বলছেন২৩ সেপ্টেম্বর ২০২৫

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি সুসান জে ক্রেসলি এক বিবৃতিতে বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন ও উদ্দেশ্যমূলকভাবে দেওয়া এ বিভ্রান্তিকর নির্দেশনা নবজাতক ও শিশুদের মধ্যে হেপাটাইটিস বি–এর সংক্রমণ আরও বাড়িয়ে দেবে।’

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রে (সিডিসি) ট্রাম্পের নিযুক্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এ সুপারিশগুলো গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্যানেল আরও সুপারিশ করেছে, যে শিশুরা জন্মের সময় টিকা পায়নি, তাদের প্রাথমিক ডোজ নেওয়ার জন্য অন্তত দুই মাস অপেক্ষা করা উচিত। তা ছাড়া দ্বিতীয় ডোজের আগে অ্যান্টিবডি পরিমাপের জন্য রক্ত পরীক্ষা করা উচিত।

প্যানেল আরও সুপারিশ করেছে, যে শিশুরা জন্মের সময় টিকা পায়নি, তাদের প্রাথমিক ডোজ নেওয়ার জন্য অন্তত দুই মাস অপেক্ষা করা উচিত। তা ছাড়া, দ্বিতীয় ডোজের আগে অ্যান্টিবডি পরিমাপের জন্য রক্ত পরীক্ষা করা উচিত।

স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর কেনেডি অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস (এসিআইপি)-এর সব সদস্যকে বরখাস্ত করেন। তাঁদের জায়গায় তিনি এমন ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন, যাঁরা টিকা নিয়ে সংশয়ী। আর তাঁদের মতামত কেনেডি জুনিয়রের মতামতের সঙ্গে মিলে যায়।

দায়িত্ব নেওয়ার পরপরই নতুন প্যানেল আগের সুপারিশগুলো পর্যালোচনা করতে শুরু করে। চিকিৎসাবিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার হার আরও কমাতে পারে।

আরও পড়ুনকরোনা টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প১৫ নভেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ