জয়ের সুবাস নিয়ে দিন শেষ করল অস্ট্রেলিয়া
Published: 6th, December 2025 GMT
ইংলিশ ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুবিধা নিয়ে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ দিনের শেষে জয়ের সুবাস নিয়ে সেই অস্ট্রেলিয়া হোটেলে ফিরেছে। দ্বিতীয় ইনিংসে ১৩৪ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে ফেলেছে ৬ উইকেট। ইনিংস হার এড়াতে আরও ৪৩ রান দরকার বেন স্টোকসদের। উইকেটে আছেন স্টোকস ও উইল জ্যাকস। দুজনই অপরাজিত ৪ রান করে।
ইংল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করা দলটি চা বিরতিতে যায় ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তুলে। বিরতির পরই বিপর্যয়ের শুরু। দ্বিতীয় ওভারেই স্কট বোল্যান্ডের নিচু হয়ে যাওয়া বলে বোল্ড বেন ডাকেট। ব্যক্তিগত ৬ রানে মাইকেল নেসারকে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে গেলেও ইনিংসটাকে বড় করতে পারলেন না ডাকেট, দলকে ৪৮ রানে রেখে ব্যক্তিগত ১৫ রানে বিদায় নিলেন।
সেখান থেকে ওলি পোপকে নিয়ে আরও ৪২ রান যোগ করেন ওপেনার জ্যাক ক্রলি। ২৬ রান করা পোপের ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন ডাকেটের ক্যাচ ছাড়া সেই মাইকেল নেসার। চার ওভার পর আবারও নিজের বলে ক্যাচ নিলেন নেসার। এবারের শিকার ক্রলি। ৫৯ বলে ৪৪ রান করা ক্রলির বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৯৭/৩।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান জ্যাক ক্রলির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন করে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ
পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান বাহিনীর মধ্যে আবারো সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে। উভয় পক্ষই একে অপরকে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের স্পিন বোলদাক শহর থেকে শুক্রবার রাতে বাসিন্দারা পালিয়ে যান। এই এলাকাটি দুই দেশের সীমান্তের ২ হাজার৬০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
কান্দাহার শহরের একজন চিকিৎসা কর্মী বিবিসি পশতুকে জানিয়েছেন, স্থানীয় হাসপাতালে চারটি মৃতদেহ আনা হয়েছে। আরো চারজন আহত হয়েছেন। পাকিস্তানে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে বিক্ষিপ্ত লড়াই চলছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানকে দেশের অভ্যন্তরে বিমান হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে।
উভয় পক্ষই জানিয়েছে, তারা শুক্রবার রাতভর গুলি বিনিময় করেছে। চার ঘন্টা ধরে চলা এই যুদ্ধের জন্য তারা একে অপরকে দায়ী করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানদের ‘বিনা উস্কানিতে গুলি চালানোর’ জন্য অভিযুক্ত করেছেন।
জাইদি বিবৃতিতে বলেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে, একজন তালেবান মুখপাত্র বলেছেন, পাকিস্তান ‘আবারো আক্রমণ শুরু করেছে।’ এ কারণে তারা ‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে।’
সীমান্তের আফগান দিকের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে গুলি বিনিময় শুরু হয়।
এলাকা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, বিপুল সংখ্যক আফগান পায়ে হেঁটে এবং যানবাহনে পালিয়ে যাচ্ছে।
কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল জানিয়েছেন, পাকিস্তানের বাহিনী ‘হালকা ও ভারী কামান’ দিয়ে আক্রমণ করেছে এবং বেসামরিক বাড়িঘর মর্টার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/শাহেদ