নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির দয়ো একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত সবাবেশে মনিরুল ইসলাম রবি এ কথা বলেন। তবে রবির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। আজহারুল ইসলাম মান্নান  এ তথ্য সঠিক নয় বলে জানান।

জানা গেছে, বিএনপি ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ সমাবেশের আয়োজন করেন নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

বৃহৎ একটি সমাবেশে প্রকাশ্যে জেলা বিএনপির আহ্বায়ক দলীয় প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছে মনিরুল ইসলাম রবির এমন বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিএনপি নেতা। 

অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র উমরা হজ্ব পালন করতে সৌদী আরবে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

জানতে চাইলে আজহারুল ইসলাম মান্নান বলেন, মামুন মাহমুদকে কোনো গাড়ি উপহার দেইনি। এটা সঠিক নয়।  মনিরুল ইসলাম রবির বক্তব্যের বিষয়ে জানতে তিনি বলেন, রবির এমন বক্তব্য আমি শুনিনি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আজহ র ল ইসল ম ম ন ন ন ব এনপ উপহ র

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক, আতঙ্ক

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তাঁর ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২) এবং নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত হয় ১০ মাস বয়সী ফাতেমা; নরসিংদীতে শিশু ওমর ফারুক (১০), তার বাবা দেলোয়ার হোসেন (৪০), ফোরকান মিয়া (৩৫) এবং বৃদ্ধ কাজম আলী (৭৫) ও নাসির উদ্দীন (৬৫)।

ভূমিকম্পে ভেঙে পড়া ছাদের রেলিং দেখাচ্ছেন একজন। পুরান ঢাকার কসাইটুলী এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক, আতঙ্ক
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল
  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ 
  • সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
  • না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
  • মান্নানকে বাদ দিতে তারেকের কাছে চিঠি
  • ১১ ও ১২ নং ওয়ার্ডে মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ