সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁ সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য মাওলানা আব্দুল জব্বার। 

বক্তব্যে তিনি বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী সময়ের মূল্য না দেওয়ার কারণে পিছিয়ে গেছে। কলেজের দুই বছরকে যারা গুরুত্ব দেবে, তাদের ভবিষ্যৎই হবে সম্ভাবনাময়।মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরা মোবাইল নিয়ন্ত্রণ করব।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি তখনই টিকে থাকা উচিত যখন ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি প্রধান মেহমান ছিলেন নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড.

ইকবাল হোসাইন ভূইয়া। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আগের তুলনায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি বলেন, গত পনের বছরে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীরা প্রকৃত মেধা বিকাশের সুযোগ পায়নি। তাঁর দাবি, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ছাত্রশিবির নিয়মিত কাজ করে যাচ্ছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. আজগর আলী, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আকরাম হোসাইন, জেলা সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, সোনারগাঁ ছাত্রীসংস্থার সভানেত্রী আছিয়া আক্তারসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানের শেষ অংশে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে উপহার প্যাকেট তুলে দেওয়া হয় এবং শিশু শিল্পী রাশেদুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ অন ষ ঠ ন স ন রগ ইসল ম

এছাড়াও পড়ুন:

আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির শয্যা পাশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) ডেঙ্গু জ¦রে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন। 

অধ্যাপক মামুন মাহমুদ সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধরন সম্পাদক মোঃ হানিফ সহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজারে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ
  • সানিকে দেখতে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
  • সোনারগাঁয়ে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
  • কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
  • জামায়াত ক্ষমতায় গেলে সরকারি টাকায় পকেট ভরবেনা : মাও. মঈনুদ্দিন
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ